Android 14 ও শক্তিশালী Helio G99 প্রসেসর সহ সস্তায় বাজারে আসছে Samsung-এর নয়া ফোন Galaxy A15

স্যামসাং তাদের Galaxy A সিরিজের অধীনে একটি ফোর-জি স্মার্টফোন বাজারে আনতে চলেছে, যা Samsung Galaxy A15 4G নামে আত্মপ্রকাশ...
Ananya Sarkar 7 Oct 2023 12:07 PM IST

স্যামসাং তাদের Galaxy A সিরিজের অধীনে একটি ফোর-জি স্মার্টফোন বাজারে আনতে চলেছে, যা Samsung Galaxy A15 4G নামে আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগে এখন ডিভাইসটি জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চ (Geekbench)-এ হাজির হয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছে। ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কী কী তথ্য প্রকাশ্যে এল, চলুন দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A15 হাজির GeekBench সাইটে

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি-এর গিকবেঞ্চ লিস্টিং প্রকাশ করেছে যে, এই সাশ্রয়ী মূল্যের ৪জি হ্যান্ডসেটে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং অন্তত ৪ জিবি র‍্যাম থাকবে। এছাড়া, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম নির্ভর ওয়ান ইউআই (One UI) কাস্টম স্কিনে চলবে বলেও উল্লেখ করা হয়েছে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে ৮৪৩ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ২,০০৫ পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে।

স্যামসাং কিছু না বললেও, ইতিমধ্যেই গ্যালাক্সি এ১৫ ৪জি-এর ফাঁস হওয়া রেন্ডার ডিজাইনের আভাস দিয়েছে। রেন্ডার অনুযায়ী, গ্যালাক্সি এ১৫ ৪জি-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, আর সামনের অংশে কেন্দ্রীভূত পাঞ্চ হোল কাটআউট যুক্ত ডিসপ্লে অবস্থান করবে। প্রসঙ্গত, গত বছর কোম্পানি পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি এবং ৫জি - উভয় সংস্করণই লঞ্চ করেছে।

তাই, স্যামসাং সম্ভবত Galaxy A15 দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করবে। ৫জি মডেলটি স্বাভাবিকভাবেই ৪জি ভার্সনের থেকে ব্যয়বহুল হবে। গত বছর, Galaxy A14 5G মডেলটি MediaTek Dimensity 700 প্রসেসর, সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ লঞ্চ হয়েছিল। ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ ব্যাটারি ছিল। তাই প্রসেসর বাদে উত্তরসূরি Galaxy A15-ও অনুরূপ স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story