সস্তায় পুষ্টিকর! Samsung নিজেই এই সস্তা 5G ফোনে দুর্দান্ত অফার দিচ্ছে, কী ফিচার আছে দেখে নিন

Samsung-এর ফোনগুলি আজকাল দারুণ সস্তায় পাওয়া যাচ্ছে – কেননা সেল থাক বা না থাক, অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি এই...
Anwesha Nandi 2 Jun 2024 1:57 PM IST

Samsung-এর ফোনগুলি আজকাল দারুণ সস্তায় পাওয়া যাচ্ছে – কেননা সেল থাক বা না থাক, অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি এই প্রসিদ্ধ-পুরোনো মোবাইল ব্র্যান্ডের বিভিন্ন মডেলে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। তবে এবার Flipkart, Amazon নয়, খোদ Samsung-ই তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটি দুর্দান্ত অফার দিচ্ছে, যাতে করে আপনি 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 6GB র‍্যাম ইত্যাদি ফিচারওয়ালা Samsung Galaxy A15 স্মার্টফোনটি ১৫ হাজার টাকা বা তারও কমে কিনে নিতে পারবেন।

সেল ছাড়াই সস্তায় মিলছে Samsung Galaxy A15 ফোনটি

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৯,৯৯৯ টাকা, তবে এখন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এটি ১৭,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে পেমেন্টের জন্য আইসিআইসিআই (ICICI) বা এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে – স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক (Samsung Axis Bank)-এ মিলবে ১০% ক্যাশব্যাক। সাথে থাকবে মোটা টাকার এক্সচেঞ্জ অফারও (শর্তাবলি প্রযোজ্য)।

এছাড়াও ফোনটি কেনার ক্ষেত্রে ৪৯৯ টাকার বিনিময়ে ৭০% বাইব্যাকের সুবিধাও দেবে কোম্পানি। আবার স্যামসাং শপ (Samsung Shop) অ্যাপ থেকে অর্ডার প্লেস করলে পাবেন ২,০০০ টাকার এক্সট্রা বেনিফিট।

Samsung Galaxy A15 ফোনের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ১৫ স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৩৪০ পিক্সেল) সুপার অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ অক্টা-কোর প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের বিকল্প বর্তমান। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি মেলে।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে এই স্যামসাং গ্যালাক্সি ফোনটি অফার করে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (অ্যাপারচার এফ১.৮) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর সফ্টওয়্যার ফ্রন্টে এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ওএস-ভিত্তিক ওয়ানইউআই ৬.০ কাস্টম স্কিনের সাহায্যে চলে।

Show Full Article
Next Story