20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ সিরিজের দুর্দান্ত ফোন – Samsung Galaxy A15 5G বাম্পার অফারে পাওয়া যাচ্ছে। ফোনটির 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অফিসিয়াল ই-স্টোরে ছাড়ের পর রাখা হয়েছে 19,499 টাকা।
এছাড়া আপনি যদি Samsung Galaxy A15 5G কেনার সময় এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তবে 1,500 টাকা ছাড় পাবেন। স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড হোল্ডারদের 10% ক্যাশব্যাক দেওয়া হবে। স্টুডেন্ট অফারে ডিভাইসটি 6% ছাড়ে কেনা যাবে। আকর্ষণীয় ইএমআই স্কিমও রয়েছে এর সাথে।
Samsung Galaxy A15 5G এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এ15 5জি ডিভাইসে আছে 6.5 ইঞ্চি ডিসপ্লে। 1080×2340 পিক্সেল রেজোলিউশনের এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90 হার্টজ। আবার এই ডিসপ্লেটি 800 নিটস পর্যন্ত ব্রাইটনেস লেভেল অফার করে। ফোনটি 8 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যায়। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ চিপসেট।
ক্যামেরার কথা বললে ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। সাথে আছে 5-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। আর সেলফির জন্য পাওয়া যাবে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
স্যামসাং গ্যালাক্সি এ15 5জি ফোনে দেওয়া হয়েছে 5000 এমএএইচ ব্যাটারি। এই শক্তিশালী ব্যাটারি 25 ওয়াট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ানইউআই কাস্টম স্কিনে কাজ করে।