পুজোর আগে ক্রেতাদের মুখে হাসি ফুটিয়ে Samsung-এর স্মার্টফোনের দাম কমল

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি-র ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজের Smartphone গুলির নতুন মূল্য যথাক্রমে ১৫,৪৯৯ টাকা, ১৬,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা হয়েছে।

Ananya Sarkar 14 Sept 2024 7:39 PM IST

Samsung Galaxy A15 5G গত বছর ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল। তার নয় মাস পর স্মার্টফোনটির দাম একধাক্কায় ২,৫০০ টাকা কমেছে। উৎসবের মরসুমে বিক্রি বাড়াতে এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এই ডিভাইসে ৯০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 6100+ প্রসেসর, এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে।

ভারতে Samsung Galaxy A15 5G-এর নতুন দাম

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি-র ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট গত ফেব্রুয়ারি মাসে বাজারে এসেছিল। ২,৫০০ টাকা দাম কমে এখন ১৫,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, ফোনটির ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ যথাক্রমে ১৯,৪৯৯ ও ২২,৪৯৯ টাকায় উপলব্ধ ছিল। ভ্যারিয়েন্টগুলির নতুন মূল্য যথাক্রমে ১৬,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা হয়েছে।

আরও পড়ুন: আনলিমিটেড ডেটা, কলিং সহ টিভি চ্যানেল ও ওটিটি সাবস্ক্রিপশন,‌ Airtel এর এই প্ল্যানে সবকিছু

প্রসঙ্গত, কম দামে Samsung Galaxy A15 5G এই মুহূর্তে আমাজনে লিস্টেড রয়েছে। তবে ই-কমার্স প্ল্যাটফর্মটি এটি 'লিমিটেড পিরিয়ড অফার' বলে উল্লেখ করেছে। অর্থাৎ দাম কমা পাকাপাকি ভাবে নয়, বরং ফেস্টিভ সিজন শেষ হলে আবার আগের দামে ফোনটিকে বিক্রি করা হতে পারে।

Samsung Galaxy A15 5G স্পেসিফিকেশন

স্যামসাংয়ের এই ৫জি ফোনে ৮০০ নিটস পিক ব্রাইটনেস যুক্ত ৬.৫ ইঞ্চি ৯০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর, ব্যাক প্যানেলে ৫০ প্রাইমারি ক্যামেরা + ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, ফ্রন্টে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৪ বেসড ওয়ান ইউআই ৫ ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: বাম্পার অফার! Honda Activa 6G কিনলে 5,000 টাকা ক্যাশব্যাক, সঙ্গে এই সুবিধা ফ্রি

Show Full Article
Next Story