দাম আগেই ফাঁস হয়েছিল, এখন Samsung Galaxy A15 5G ফোনের প্রসেসর সহ বিভিন্ন তথ্য সামনে আনল Geekbench
Samsung শীঘ্রই Galaxy A15 সিরিজের 5G ও 4G ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। গত কয়েকমাস ধরে এই ফোনগুলি নিয়ে বিভিন্ন তথ্য...Samsung শীঘ্রই Galaxy A15 সিরিজের 5G ও 4G ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। গত কয়েকমাস ধরে এই ফোনগুলি নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। এমনকি সামনে এসেছে দামও। আজ আবার Samsung Galaxy A15 5G ফোনকে গিকবেঞ্চে (Geekbench) খুঁজে পাওয়া গেল। এখান থেকে ডিভাইসটির প্রসেসর সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে।
বেঞ্চমার্ক সাইটটিতে Samsung Galaxy A15 5G ফোনটি SM-A156B মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এখান থেকে জানা গেছে যে, এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর থাকবে। এর আগেও রিপোর্টে এতে একই প্রসেসর ব্যবহার করা হবে বলে জানানো হয়েছিল।
এছাড়া গিকবেঞ্চ থেকে প্রকাশ্যে এসেছে যে, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ডিভাইসটি ৪ জিবি র্যাম সহ আসবে। যদিও লঞ্চের সময় এর আরও র্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। এদিকে অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৪ থাকবে।
স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি এর দাম ও স্পেসিফিকেশন
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের দাম শুরু হবে ১৪৯ ডলার (প্রায় ১২,৪০০ টাকা) থেকে। এতে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A15 5G ফোনে ১০এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। অন্য দুটি ক্যামেরা হবে ৫ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ডিভাইসে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।