Samsung Galaxy A16 5G এবার ভারতে এন্ট্রি নিচ্ছে, লঞ্চের দিন, দাম ও ফিচার এক ক্লিকে দেখে নিন

Samsung Galaxy A16 5G গ্লোবাল মার্কেটের পর এবার ভারতে লঞ্চ হচ্ছে। স্যামসাং ইন্ডিয়ার তরফে ফোনটির ভারতে আগমনের কথা...
Ankita Mondal 9 Oct 2024 11:57 AM IST

Samsung Galaxy A16 5G গ্লোবাল মার্কেটের পর এবার ভারতে লঞ্চ হচ্ছে। স্যামসাং ইন্ডিয়ার তরফে ফোনটির ভারতে আগমনের কথা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি স্মার্টফোনটির বিশেষ কিছু ফিচার শেয়ার করা হয়েছে। জানা গেছে Samsung Galaxy A16 5G ভারতেও ছয় বছরের ওএস আপডেট সহ পাওয়া যাবে। আসুন ফোনটির সম্ভাব্য দাম সহ সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A16 5G কবে ভারতে লঞ্চ হবে

স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। তবে এর নির্দিষ্ট লঞ্চের তারিখ (launch date) এখনও নিশ্চিত করা হয়নি। তবে বলা হয়েছে স্মার্টফোনটি ব্লু, ব্ল্যাক, গোল্ড ও লাইট গ্রীন কালারে পাওয়া যাবে।

Samsung Galaxy A16 5G এর ভারতে দাম কত হতে পারে

স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ভারতে মিড রেঞ্জে লঞ্চ হবে। গ্লোবাল মার্কেটে এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় ২৩,০০০ টাকা। ভারতে এটি ১৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে পাওয়া যেতে পারে।

Samsung Galaxy A16 5G ফিচার ও স্পেসিফিকেশন

গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি এর ভারতীয় ভ্যারিয়েন্টের সাথে ৬ বছর ধরে অ্যান্ড্রয়েড ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। আবার ভারতীয় ভ্যারিয়েন্ট আইপি৫৪ রেটিং সহ আসবে, যা জলের ছিটে বা ধুলো থেকে ফোনকে রক্ষা করবে। আর এতে থাকবে Knox সিকিউরিটি।

স্পেসিফিকেশনের কথা বললে, Samsung Galaxy A16 5G ডিভাইসে ৬.৫ ইঞ্চি ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৩৪০ পিক্সেল) সুপার অ্যামোলেড স্ক্রিন থাকবে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৩৩০ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিন পাওয়া যাবে।

ক্যামেরার কথা বললে Samsung Galaxy A16 5G হ্যান্ডসেটের গ্লোবাল ভ্যারিয়েন্টে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story