পকেট ফ্রেন্ডলি দামে সুন্দর ফোন আনছে Samsung, থাকবে ট্রিপল ক্যামেরা

Samsung বর্তমানে প্রচুর এন্ট্রি লেভেল ও মিড-রেঞ্জ স্মার্টফোন নিয়ে কাজ করছে। আজ সংস্থার আসন্ন Galaxy M55s মডেলটির ফার্স্ট...
Ananya Sarkar 12 Sept 2024 7:37 PM IST

Samsung বর্তমানে প্রচুর এন্ট্রি লেভেল ও মিড-রেঞ্জ স্মার্টফোন নিয়ে কাজ করছে। আজ সংস্থার আসন্ন Galaxy M55s মডেলটির ফার্স্ট লুক প্রকাশ্য এসেছে। আর এখন দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির আরও একটি বাজেট-ফ্রেন্ডলি ফোনের হাই-কোয়ালিটি রেন্ডার ফাঁস হয়েছে, যার নাম Samsung Galaxy A16 5G।

অ্যানড্রয়েড হেডলাইনসের শেয়ার করা ছবি অনুযায়ী, Galaxy A16 ফোনে কোম্পানির অন্যান্য মডেলের মতো তিনটি ক্যামেরা লম্বালম্বি ভাবে অবস্থান করছে। ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ Samsung লোগো থাকছে। লেআউট অনেকটা ফ্ল্যাগশিপ Galaxy S24 সিরিজের মতো।

আরও পড়ুন : ভারতে iPhone এর দাম গত চার বছরে অনেক কমেছে, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ডিভাইসটির পিছনে গ্লসি ফিনিশ রয়েছে এবং বডি পলিকার্বোনেটের বলে মনে করা হচ্ছে। বাজেট ফোনের মতো গ্যালাক্সি এ১৬-এর সামনে ড্রপ নচ বর্তমান। স্ক্রিনের নিচে মোটা চিন রয়েছে। সিম কার্ড ট্রে বাম দিকে দেখা যাচ্ছে, যেখানে ডানে ভলিউম ও পাওয়ার বাটন বর্তমান। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাজ করবে।

আরও পড়ুন : ভারতের হাত ধরে ব্যবসা বাড়ছে Apple এর, মাত্র ৫ মাসে আইফোনের রপ্তানি ছাড়ালো ৫ লক্ষ বিলিয়ন ডলার

প্রসঙ্গত, Samsung Galaxy A16 5G গিকবেঞ্চে SM-166P মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটির লিস্টিং অনুযায়ী, ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 514 ও 1464 পয়েন্ট পেয়েছে। এতে MediaTek Dimensity 6300 প্রসেসর, ৬ জিবি / ৮ জিবি র‍্যাম এবং Android 14 অপারেটিং সিস্টেম থাকবে।

Show Full Article
Next Story