জনপ্রিয় এই Samsung 5G ফোনে এল Android 13 আপডেট, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন

Samsung ভারতে তাদের Galaxy A22 5G ফোনের জন্য Android 13 ভিত্তিক OneUI 5.0 আপডেট রোল আউট করল। এর সাথে ফোনটি নভেম্বর মাসের...
Julai Modal 1 Dec 2022 11:38 AM IST

Samsung ভারতে তাদের Galaxy A22 5G ফোনের জন্য Android 13 ভিত্তিক OneUI 5.0 আপডেট রোল আউট করল। এর সাথে ফোনটি নভেম্বর মাসের সিকিউরিটি প্যাচও পেয়েছে। অর্থাৎ ফোনে যেমন নতুন ফিচারের আগমন ঘটবে, পাশাপাশি সিস্টেম আরও শক্তিশালী হবে। আশা করা যায়, শীঘ্রই Samsung Galaxy A22 5G ফোনের অন্যান্য দেশের ইউজারেরাও এই আপডেট পাবে।

স্যামমোবাইল তাদের রিপোর্টে জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের জন্য আসা নতুন এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন - A226BXXU5CVK9। আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন এবং আপডেট এসেছে বলে নোটিফিকেশন পান, তাহলে জেনে নিন কীভাবে ডাইনলোড ও ইনস্টল করবেন।

• শুরুতে Samsung Galaxy A22 5G ফোনের 'Settings' অপশনে যান।

• এরপর নীচে স্ক্রল করে Software update অপশনের উপর ট্যাপ করুন।

• এবার 'Download and Install' বাটনে ক্লিক করুন।

• এরপর আপডেটটি ডাউনলোড হবে এবং ইনস্টলের জন্য রিস্টার্ট করতে বলবে।

জানিয়ে রাখি, ভারতে Samsung Galaxy A22 5G ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা।

Show Full Article
Next Story