Samsung Galaxy A24 5G এর সাপোর্ট পেজ ভারতে লাইভ হয়ে গেল, লঞ্চ হবে খুব তাড়াতাড়ি
স্যামসাং (Samsung)-এর A-সিরিজটি মধ্যবিত্ত ক্রেতাদের বরাবরের পছন্দ। ভালো কিছু স্পেসিফিকেশনের সাথে বাজেট-ফ্রেন্ডলি...স্যামসাং (Samsung)-এর A-সিরিজটি মধ্যবিত্ত ক্রেতাদের বরাবরের পছন্দ। ভালো কিছু স্পেসিফিকেশনের সাথে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনগুলিই এই লাইনআপের মূল ভিত্তি। শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি বর্তমানে তাদের Galaxy A সিরিজের অধীনে Galaxy A24 মডেলটি ভারতে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার কারণ এর সাপোর্ট পেজটি স্যামসাংয়ের ভারতীয় শাখার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যদিও এই পেজে ডিভাইসের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে এটি SM-A245F/DS মডেল নম্বরটি দেখিয়েছে, যা Samsung Galaxy A24-এর সাথে যুক্ত। আসুন তাহলে এখনও পর্যন্ত এই আপকামিং ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, দেখে নেওয়া যাক।
Samsung Galaxy A24 শীঘ্রই লঞ্চ হতে পারে ভারতের বাজারে
স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে গ্যালাক্সি এ২৪-এর সাপোর্ট পেজটি লাইভ হওয়ার আগে, বেশ কিছু রিপোর্টের মাধ্যমে এই হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন সম্পর্কে বহু তথ্যই সামনে এসেছে। স্যামসাং গ্যালাক্সি এ২৪ মডেলটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ সুপার অ্যামোলেড (Super AMOLED) ইনফিনিটি-ভি ডিসপ্লে সহ আকষর্ণীয় কিছু বৈশিষ্ট্য অফার করতে চলেছে৷ ডিভাইসটি সম্ভবত ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত হবে, যা মসৃণ পারফরম্যান্স ও উন্নত গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১০ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে।
এতে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। সেই সাথে গ্যালাক্সি এ২৪ একটি মাইক্রোএসডি কার্ড স্লটও অফার করবে, যার সাহায্যে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক স্যামসাংয়ের ওয়ান ইউআই ৫.০ (One UI 5.0) ইউজার ইন্টারফেসে চলমান গ্যালাক্সি এ২৪ ইউজারদের লেটেস্ট সফ্টওয়্যার প্রযুক্তি অফার করবে।
ফটোগ্রাফির জন্য, গ্যালাক্সি এ২৪-এর ট্রিপল ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনটির সামনের দিকে সেলফি তোলা ও ভিডিও কল করার জন্য, এফ/২.০ অ্যাপারচার সহ একটি ১৩ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করবে।
নিরাপত্তার জন্য, Galaxy A24-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে এবং এতে ডুয়েল সিম কার্ড সাপোর্ট করবে। এই স্যামসাং ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ডলবি অ্যাটমস এবং ডুয়েল ৪জি ভিওএলটিই। এটি ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৫, জিপিএস (GPS) + গ্লোনাস (GLONASS)-এর মতো কানেক্টিভিটি অপশনগুলি অফার করবে।
আর পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A24 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটির ওজন হবে ১৯৫ গ্রাম এবং পরিমাপ হবে ১৬২.১ x ৭৭.৬ x ৮.৩ মিলিমিটার।
উল্লেখযোগ্যভাবে, A সিরিজের আরেক নয়া মডেল, Galaxy A14-এর সাপোর্ট পেজটিও ফেব্রুয়ারি মাস থেকে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ রয়েছে, যা নির্দেশ করে যে অদূর ভবিষ্যতে A14 এবং A24 উভয়ই একসাথে ভারতের বাজারে উন্মোচিত হতে পারে।