Samsung Galaxy A24 বাজেটের মধ্যে আজ লঞ্চ হচ্ছে, তার আগেই ফাঁস ছবি, বৈশিষ্ট্য সহ দাম

গত মাসে Samsung দুটি নয়া 5G-এনাবল স্মার্টফোনের উপর থেকে পর্দা সরিয়েছিল, যথা - Samsung Galaxy A34 5G এবং Samsung Galaxy...
SUMAN 19 April 2023 5:54 PM IST

গত মাসে Samsung দুটি নয়া 5G-এনাবল স্মার্টফোনের উপর থেকে পর্দা সরিয়েছিল, যথা - Samsung Galaxy A34 5G এবং Samsung Galaxy A54 5G। তখন দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি নিশ্চিত করে যে তারা শীঘ্রই A-সিরিজের অধীনে আরেকটি স্মার্টফোন নিয়ে আসবে। আর (১৯শে এপ্রিল) আজ প্রতিশ্রুতি মতো নতুন Samsung Galaxy A24 বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। তবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের কিছু সময় পূর্বেই মার্কেট রিসার্চার সংস্থা WinFuture এবং টিপস্টার SnoppyTech -এর সৌজন্যে আপকামিং Samsung Galaxy A24 স্মার্টফোনের ডিজাইন রেন্ডার, কালার বিকল্প এবং স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে।

এমন নয় যে এই প্রথমবার Samsung Galaxy A24 মডেলটির রেন্ডার প্রকাশ্যে এসেছে। এর আগেও ফোনটির ডিজাইন সহ তথ্য সামনে এসেছে। জানা গেছে আসন্ন ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং ৪ জিবি র‌্যাম সহ আসবে। তবে আজ সামনে আসা রেন্ডারে, A-সিরিজের এই নয়া মডেলকে তিনটি আকর্ষণীয় কালার বিকল্পে দেখানো হয়েছে। চলুন Samsung Galaxy A24 স্মার্টফোনের ডিজাইন রেন্ডার, স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A24 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম

টিপস্টার স্নোপিটেক (SnoppyTech) আজ একটি টুইটে জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এ২৪ স্মার্টফোন ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৩৪০x২০৮০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ইউ নচ স্টাইলের হবে এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরমেন্সের জন্য আসন্ন এ-সিরিজের এই হ্যান্ডসেটে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং ইন্টিগ্রেটেড মালি জি৫৭ জিপিইউ ব্যবহার করা হবে। স্টোরেজ হিসাবে এতে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি মেমরি মিলবে। টুইটে আরো উল্লেখ আছে যে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে প্রি-লোডেড হয়ে আসবে। যদিও গিকবেঞ্চের লিস্টিংয়ে ডিভাইসটিকে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ওএস সংস্করণের সাথে দেখা গিয়েছিল।

এদিকে রেন্ডার অনুসারে, Samsung Galaxy A24 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। এই ক্যামেরাগুলি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর হতে পারে। এদিকে ভিডিও কলিং এবং সেলফি তোলার ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট শুটার থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং এ-সিরিজের এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই ব্যাটারি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৫ ওয়াট চার্জিং সমর্থন করবে। যদিও TUV সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, ডিভাইসটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে। যার অর্থ, স্যামসাং গ্যালাক্সি এ২৪ ফোনে হয়তো ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে, কিন্তু রিটেল বক্সে ১৫ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হবে।

প্রসঙ্গত আলোচ্য ডিভাইসটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের সাথে আসবে, যা ১ টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সম্প্রসারণ অফার করবে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এছাড়া ফাঁস হওয়া রেন্ডার নিশ্চিত করেছে যে, স্যামসাং গ্যালাক্সি এ২৪ স্মার্টফোন - NFC, ডুয়াল-সিম কানেক্টিভিটি এবং একটি ৩.৪ মিমি অডিও জ্যাকের সাথে লঞ্চ হবে। আর অডিও বিভাগের ক্ষেত্রে সম্ভবত ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত সাউন্ড সিস্টেম দেওয়া হবে।

তদুপরি টিপস্টার আরো দাবি করেছেন যে, Samsung Galaxy A24 তিনটি কালার বিকল্পের সাথে আজ লঞ্চ হবে – গ্রীন, ব্ল্যাক এবং সিলভার। আর এটির দাম শুরু হবে প্রায় ১৮,০০০ টাকা থেকে।

Show Full Article
Next Story