বাজেটের মধ্যে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy A25 5G ও Galaxy A15 5G, লঞ্চের তারিখ জানা গেল

Samsung সম্প্রতি ভিয়েতনামে Galaxy A25 5G এবং Galaxy A15 5G নামের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। খবর পাওয়া যাচ্ছিলো,...
SUPARNA 21 Dec 2023 5:29 PM IST

Samsung সম্প্রতি ভিয়েতনামে Galaxy A25 5G এবং Galaxy A15 5G নামের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। খবর পাওয়া যাচ্ছিলো, আলোচ্য দুটি মডেল খুব শীঘ্রই ভারতেও আত্মপ্রকাশ করবে৷ যদিও তখন নির্দিষ্ট কোনো লঞ্চের তারিখ সামনে না আসায়, খবরটির সত্যতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে আজ সংস্থাটি স্বয়ং Samsung Galaxy A25 5G এবং Galaxy A15 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো। জানা গেছে, দুটি ডিভাইসই আগামী ২৬শে ডিসেম্বর দুপুর ১২:৩০টায় এদেশের বাজারে পা রাখবে।

Samsung Galaxy A25 5G এবং Galaxy A15 5G স্মার্টফোন দুটি যেহেতু ইতিমধ্যেই ভিয়েতনামে ঘোষণা করা হয়েছে, সেহেতু এগুলির ফিচার আমাদের অজানা নয়৷ তবে ভারতে হ্যান্ডসেট-দ্বয়ের বিক্রয় মূল্য এবং প্রাপ্যতা সম্পর্কিত তথ্য এখনো সামনে আসেনি। ফলে এই সংক্রান্ত তথ্য জানতে আমাদের আরো ৫টা দিন অপেক্ষা করতে হবে।।

প্রসঙ্গত, ভিয়েতনামে Samsung Galaxy A15 5G ফোনের দাম ২৬০ ডলার (প্রায় ২১,৫০০ টাকা) থেকে শুরু হচ্ছে। যেখানে Samsung Galaxy A25 5G মডেলটির বেস ভ্যারিয়েন্টের দাম থাকছে ২৭০ ডলার (প্রায় ২২,৪০০ টাকা)।

Samsung Galaxy A25 5G এবং Galaxy A15 5G এর স্পেসিফিকেশন

গ্যালাক্সি এ-সিরিজের অধীনে আসন্ন উভয় হ্যান্ডসেটে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৩৪০ পিক্সেল) sAMOLED ইনফিনিটি-ইউ নচ ডিসপ্লে প্যানেল রয়েছে। এক্ষেত্রে গ্যালাক্সি এ২৫ ৫জি মডেলটি - ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে গ্যালাক্সি এ১৫ ৫জি ফোন - ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য, গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে এক্সিনস ১২৮০ চিপসেট এবং গ্যালাক্সি এ১৫ ৫জি -তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

আলোচ্য দুটি ফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে, স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি স্মার্টফোনে - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর পাওয়া যাবে। আবার স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি মডেলটি এসেছে - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ডেপ্থ শুটার সহ। উভয় ফোনেই ২৫ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬ কাস্টম স্কিন মিলবে।

ভারতে Samsung Galaxy A25 5G এবং Galaxy A15 5G স্মার্টফোন - পার্সোনালিটি ইয়েলো, ফ্যান্টাসি ব্লু, অপটিমিস্টিক ব্লু এবং বান লিন ব্ল্যাক কালার বিকল্পের সাথে লঞ্চ হতে পারে।

Show Full Article
Next Story