ফাটাফাটি ক্যামেরার সাথে ভারতে আসছে Samsung Galaxy A25 5G, পেয়ে গেল BIS থেকে অনুমোদন

Samsung তাদের নতুন মিড রেঞ্জ ফোন Galaxy A25 5G এর উপরে কাজ করছে। শীঘ্রই এই ফোনটি বাজারে আসবে। কয়েকদিন আগে এর রেন্ডার...
Julai Modal 12 Nov 2023 11:36 PM IST

Samsung তাদের নতুন মিড রেঞ্জ ফোন Galaxy A25 5G এর উপরে কাজ করছে। শীঘ্রই এই ফোনটি বাজারে আসবে। কয়েকদিন আগে এর রেন্ডার ফাঁস হয়েছিল। যেখান থেকে এর ডিজাইন সামনে আসে। এখন আবার Samsung Galaxy A25 5G স্মার্টফোনকে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

ফলে বলার অপেক্ষা রাখে না যে, স্যামসাংয়ের নয়া এ সিরিজের এই ফোনের ভারতে আসা কেবল সময়ের অপেক্ষা। যদিও সার্টিফিকেশন সাইট থেকে ডিভাইসটির কোনো স্পেসিফিকেশন জানা যায়নি। যদিও ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি এর ফিচার সামনে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy A25 5G ফোনে পাওয়া যাবে এক্সিনস ১২৮০ চিপসেট। এই ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেখা যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর এতে দেওয়া হবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A25 5G ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফোনটির দাম ৩০০ ইউরো থেকে ৪০০ ইউরোর (প্রায় ২৬,৬০০ টাকা থেকে ৩৫,৫০০ টাকা) মধ্যে রাখা হবে।

Show Full Article
Next Story