লঞ্চের আগেই সব তথ্য লিক, 50MP ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে Samsung Galaxy A25 5G

স্যামসাং (Samsung) আগামী বছরের জন্য তাদের মিড-রেঞ্জ A-সিরিজের পরবর্তী স্মার্টফোনগুলির ওপর কাজ শুরু করেছে বলে শোনা...
Ananya Sarkar 12 Sept 2023 12:02 PM IST

স্যামসাং (Samsung) আগামী বছরের জন্য তাদের মিড-রেঞ্জ A-সিরিজের পরবর্তী স্মার্টফোনগুলির ওপর কাজ শুরু করেছে বলে শোনা যাচ্ছে৷ সাধারণত, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি মার্চ-এপ্রিলের মধ্যে তাদের Galaxy A-লাইনআপের ফোনগুলি প্রকাশ করে থাকে। তাই সম্ভবত আগামী বছর একই সময়সীমার মধ্যে A25 সিরিজ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে৷ উল্লেখযোগ্য বিষয় হল Galaxy A25 5G ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যা সময়ের আগেই বাজারে আসার জল্পনা বাড়িয়েছে। আর এখন এক টিপস্টার ফোনটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি অনলাইনে প্রকাশ করেছেন।

ফাঁস হল Galaxy A25 5G-এর স্পেসিফিকেশন

টিপস্টার অ্যান্থনি এক্স (সাবেক টুইটার)-এ স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি স্মার্টফোন সম্পর্কে একগুচ্ছ নতুন তথ্য প্রকাশ করেছেন। তার মতে, এতে ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকতে পারে। আশা করা হচ্ছে, এটি হাই রিফ্রেশ রেট সমৃদ্ধ নচযুক্ত ফুলএইচডি+ প্যানেল হবে। আসন্ন গ্যালাক্সি এ২৫ ৫জি স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ১২৮০ চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে, যা গত বছরের গ্যালাক্সি এ৫৩ ৫জি এবং গ্যালাক্সি এম৩৪ ৫জি-তে ব্যবহার করা হয়েছিল। স্মার্টফোনটির একটি ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট বাজারে আসবে বলেও শোনা যাচ্ছে।

ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। গ্যালাক্সি এ২৫ ৫জি-এর রেন্ডারও ফাঁস হয়েছে, যা প্রকাশ করেছে যে এটির রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা উপস্থিত থাকবে৷ আগে একটি সূত্র দাবি করেছিল যে, স্যামসাংয়ের আসন্ন এ-সিরিজের ফোনটিতে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

এছাড়া, Samsung Galaxy A25 5G অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৬ (One UI 6) কাস্টম স্কিনে রান করবে বলে অনুমান করা হচ্ছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A25 5G-তে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যা সম্ভবত ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আপাতত এই তথ্যগুলিই জানতে পারা গেছে, তবে লঞ্চের সময় যত এগিয়ে আসবে, ততই আরও স্পেসিফিকেশন প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story