জল্পনার অবসান, Samsung Galaxy A25 5G-এর ডিজাইন সহ সমস্ত ফিচার্স ফাঁস হল

Samsung Galaxy A25 5G খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। SM-A256E মডেল নম্বর সহ ফোনটির সাপোর্ট পেজ এখন ভারতে সংস্থার...
Ananya Sarkar 20 Nov 2023 12:04 PM IST

Samsung Galaxy A25 5G খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। SM-A256E মডেল নম্বর সহ ফোনটির সাপোর্ট পেজ এখন ভারতে সংস্থার ওয়েবসাইটে লাইভ হয়েছে৷ পাশাপাশি, নয়া রেন্ডার থেকে সম্পূর্ণ ডিজাইন, স্পেসিফিকেশন এবং কালার অপশন সামনে এসেছে। চলুন দেখে নিই নতুন 5G ফোনটি কী কী অফার করতে চলেছে।

Samsung Galaxy A25 5G-এর স্পেসিফিকেশন ও রেন্ডার প্রকাশ্যে এল

মাইস্মার্টপ্রাইস-এর শেয়ার করা রেন্ডার অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি বৃত্তাকার কোণ, পাতলা বেজেল এবং ডিসপ্লেতে ইউ-আকৃতির নচ সহ মসৃণ ডিজাইন অফার করবে। পিছনের অংশটি এই বছর স্যামসাং ফোনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনুসরণ করে, অর্থাৎ রিয়ার প্যানেলের ওপরের বাম কোণে তিনটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেন্সর দেখা যাবে। এছাড়া, ফ্রেমের ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম রকার এবং বাম দিকে সিম ট্রে অবস্থান করবে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি-তে ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ সুপার অ্যামোলেড (AMOLED) ইনফিনিটি-ইউ ডিসপ্লে রয়েছে, যা ১২০ ওয়াট রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে সংস্থার নিজস্ব এক্সিনস ১২৮০ অক্টা-কোর প্রসেসর বর্তমান। এটি ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজে মিলবে। আবার, মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A25 5G-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। আর ফোনের একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে৷

স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক ওয়ান ইউআই ৬ (One UI 6) ভার্সনে রান করবে। পাশাপাশি, ডিভাইসটি চার বছরের ওএস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে আশা করা যায়। এই স্যামসাং ফোনটির অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে স্যামসাং কেনক্স (Samsung Knox) সিকিউরিটি এবং স্যামসাং পে (Samsung Pay)।

এছাড়া, Samsung Galaxy A25 5G-এর কানেক্টিভিটি অপশনে সামিল থাকবে ৫জি সংযোগ, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ সাপোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে৷ হ্যান্ডসেটটি ব্লু, ব্ল্যাক, ইয়োলো, লাইট ব্লু সহ একাধিক রঙে পাওয়া যাবে। খুব তাড়াতাড়িই লঞ্চ হবে বলে আশা রাখা যায়।

Show Full Article
Next Story