Samsung Galaxy A25 5G ও Galaxy A15 5G ভারতে লঞ্চ হল, দাম শুরু 17999 টাকা থেকে

টেক জায়ান্ট Samsung প্রতিশ্রুতি মতো আজ (২৬শে ডিসেম্বর) ভারতে Galaxy A25 এবং Galaxy A15 5G স্মার্টফোন লঞ্চ করলো। Galaxy...
SUPARNA 26 Dec 2023 2:43 PM IST

টেক জায়ান্ট Samsung প্রতিশ্রুতি মতো আজ (২৬শে ডিসেম্বর) ভারতে Galaxy A25 এবং Galaxy A15 5G স্মার্টফোন লঞ্চ করলো। Galaxy A-সিরিজের অধীনে আগত এই হ্যান্ডসেট দুটি যথাক্রমে বিদ্যমান Galaxy A23 5G এবং Galaxy A14 5G -এর উত্তরসূরি হিসাবে এসেছে। বিশেষত্বের কথা বললে, উভয় ডিভাইসই sAMOLED ডিসপ্লে প্যানেল ও ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এছাড়া এগুলিতে - অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫ (OneUI 5) কাস্টম স্কিনের সাপোর্ট থেকে শুরু করে সিঙ্গেল টেক, অবজেক্ট ইরেজার, নক্স সিকিউরিটি, প্রাইভেট শেয়ার ইত্যাদি বিকল্পের সুবিধাও মিলবে। চলুন নয়া Samsung Galaxy A25 5G এবং Galaxy A15 5G স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Samsung Galaxy A25 5G, Galaxy A15 5G ফোনের দাম এবং লভ্যতা

এদেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ২৬,৯৯৯ টাকা থেকে। আবার স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি এর বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। দুটি মডেলই - হোয়াইট, ব্ল্যাক, ব্লু এবং ইয়ালো কালার অপশনে এসেছে।

লঞ্চ অফারের কথা বললে, নবাগত দুটি SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। আবার Samsung Finance -এর অধীনে ইএমআই বিকল্পের সুবিধা এবং Samsung Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সাথে অতিরিক্তভাবে ১০% ক্যাশব্যাক অফার করা হবে।

Samsung Galaxy A25 5G স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে রয়েছে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস sAMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ইউ স্টাইলের এবং এটি - ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০০ নিট পিক ব্রাইটনেস ও আই কমফোর্ট মোড সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে এক্সিনস ১২৮০ প্রসেসর এবং মালি-জি৬৮ এমপি৪ জিপিইউ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ কাস্টম স্কিনে রান করে।

Samsung Galaxy A25 5G এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল - OIS ও অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স (অ্যাপারচার : এফ/২.২) এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (অ্যাপারচার : এফ/২.৪)। এদিকে ডিভাইসের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষ্যণীয়।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে অন্তর্ভুক্ত থাকছে - ৫জি, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ডিরেক্ট, ওয়াই-ফাই (২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ), এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট, ইউএসবি ২.০ পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক৷ ডিভাইসটি স্টেরিও স্পিকার সিস্টেমের সাথে এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A25 5G গোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক উপলব্ধ।

Samsung Galaxy A15 5G স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস sAMOLED ইনফিনিটি-ইউ ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর এবং মালি জি৫৭-এমপি২ জিপিইউ (৫জি) সহ এসেছে। আলোচ্য হ্যান্ডসেটে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ মিলবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ কাস্টম স্কিন দ্বারা চালিত।

Samsung Galaxy A15 5G ফোনেও এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮), ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ শুটার (অ্যাপারচার : এফ/২.৪)। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.০)।

তদুপরি কানেক্টিভিটির জন্য এতে - ৫জি, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ডিরেক্ট, ওয়াই-ফাই (২,৪গিগাহার্টজ ও ৫গিগাহার্টজ), এনএফসি, এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক সামিল রয়েছে। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারের সমর্থন মিলবে। আবার ভালো সাউন্ড প্রদানের জন্য মনো স্পিকার সিস্টেম বিদ্যমান। Samsung Galaxy A15 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Show Full Article
Next Story