৯ হাজার টাকা সস্তা, Samsung Galaxy A32 ফোনের দাম কমলো পুজোর আগেই
চলতি বছরের শুরুতেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Samsung Galaxy A33 5G। আর নতুনের আগমনে প্রায় প্রত্যেকটি ব্র্যান্ডই...চলতি বছরের শুরুতেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Samsung Galaxy A33 5G। আর নতুনের আগমনে প্রায় প্রত্যেকটি ব্র্যান্ডই তাদের বিদ্যমান ডিভাইসগুলির মূল্য হ্রাস করার 'স্ট্র্যাটেজি' নিয়ে থাকে। এক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে এসে আলোচ্য মডেলটির পূর্বসূরি, Galaxy A32 4G স্মার্টফোনের দাম কমানো হল এদেশের গ্রাহক-বেসের জন্য। ২০২১ সালের ২রা মার্চ আগত এই হ্যান্ডসেটটির উভয় স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৬,১০০ টাকা এবং ৯,১০০ টাকা কমানো হয়েছে। যারপর মিড-রেঞ্জের এই স্মার্টফোনকে আপনারা বাজেট-রেঞ্জেই কিনতে পারবেন। চলুন Samsung Galaxy A32 স্মার্টফোনের নতুন দাম দেখে নেওয়া যাক।
Samsung Galaxy A32 স্মার্টফোনের নতুন দাম
স্যামসাং গ্যালাক্সি এ৩২ স্মার্টফোন দুটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। যার মধ্যে, ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ২৪,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে ২৭,৯৯৯ টাকায় নিয়ে আসা হয়েছিল। তবে মূল্য কমানোর পর, আলোচ্য দুটি ভ্যারিয়েন্টকে যথাক্রমে ১৮,৮৯৯ টাকায় এবং ১৮,৮৭০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) -এর অফিসিয়াল সাইটে। এটি চারটি কালারে এসেছে – অসম ভায়োলেট, অসম ব্ল্যাক, অসম হোয়াইট, অসম ব্লু।
প্রসঙ্গত, ক্রেতারা স্যামসাংয়ের এই স্মার্টফোনের সাথে আরো ১২,৪০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন, যদি তারা নিজেদের পুরানো হ্যান্ডসেটকে ট্রেড-ইন বা এক্সচেঞ্জ করতে চান৷
Samsung Galaxy A32 -এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এ৩২ স্মার্টফোনে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০) S-AMOLED ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৮০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ বা স্যামসাংয়ের ভাষায় ইনফিনিটি-ইউ স্টাইলের এবং কম ব্লু লাইট নির্গমনের জন্য এটি SGS সার্টিফিকেশন প্রাপ্ত। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ২ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ানইউআই কাস্টম স্কিনে চলে। স্টোরেজ হিসাবে ডিভাইসে, ৮ জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ ১২৮ জিবি রম বর্তমান। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। আবার সিকিউরিটি জন্য আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A32 স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮), ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (অ্যাপারচার : এফ/২.২), ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স (অ্যাপারচার : এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (অ্যাপারচার : এফ/২.৪)। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.২) দেওয়া হয়েছে।
ডুয়েল সিমের এই ফোনে কানেক্টিভিটির জন্য সামিল থাকছে - ৪জি ভোল্ট, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, গ্লোনাএস, ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। পরিশেষে, ১৮৪ গ্রাম ওজনের Samsung Galaxy A32 ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে।