Samsung এর জনপ্রিয় এই দুই ফোনে এল অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক One UI 5 আপডেট

Samsung দ্রুত তাদের ফোনে One UI 5 আপডেট পৌঁছে দিতে সচেষ্ট হয়েছে। কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের পুরানো...
Julai Modal 11 Nov 2022 11:09 PM IST

Samsung দ্রুত তাদের ফোনে One UI 5 আপডেট পৌঁছে দিতে সচেষ্ট হয়েছে। কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের পুরানো ফ্ল্যাগশিপ ফোনে, এমনকি মিড রেঞ্জে আসা Galaxy A53 এর জন্য নয়া ওএসের আপডেট রোল আউট করেছিল। এখন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এই কাস্টম ওএস এর আপডেট সংস্থার আরও দুটি মিড রেঞ্জ ফোন, Samsung Galaxy A33, Galaxy A73 পেতে চলেছে। আপাতত কয়েকটি অঞ্চলের ফোনে নতুন আপডেট আসবে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত Galaxy A33, Galaxy A73 ব্যবহারকারীদের কাছে One UI 5 আপডেট পৌঁছে যাবে বলে আশা করা যায়।

রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে মালয়েশিয়ার স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোন ব্যবহারকারীরা নতুন আপডেট পাচ্ছে, যার ফার্মওয়্যার ভার্সন A736BXXU2BVK2। তবে এর সাথে নভেম্বরের সিকিউরিটি প্যাচের পরিবর্তে অক্টোবরের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।

অন্যদিকে স্যামসাং কেবল ইউরোপে গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের জন্য A336BXXU4BVJG ফার্মওয়্যার ভার্সন সহ ওয়ান ইউআই ৫ আপডেট রোল আউট করেছে। এই ফোনেও অক্টোবরের সিকিউরিটি প্যাচ এসেছে। নতুন এই সফটওয়্যার অপডেটের সাইজ প্রায় ২ জিবি।

বলার অপেক্ষা রাখে না যে, One UI 5 এর সাথে Galaxy A33 5G, Galaxy A73 অনেক নতুন ফিচার পাবে। পাশাপাশি ওয়ান ইউআই মোড, বিক্সিবি টেক্সট কলের সুবিধা উপভোগ করা যাবে। এটি একটি ওটিএ আপডেট, তাই ফোনে নোটিফিকেশন চলে আসবে। এছাড়া ফোনের 'সেটিং' ও তারপর 'সফটওয়্যার আপডেট' সেকশনে গিয়েও আপডেট এসেছে কিনা দেখা যাবে।

Show Full Article
Next Story