Samsung Galaxy A33 5G ভারতে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে

গত ১৮ মার্চ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A33 5G। এবার ফোনটি ভারতের বাজারে এল। Galaxy A সিরিজের এই ফোনে...
Julai Modal 29 March 2022 3:05 PM IST

গত ১৮ মার্চ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A33 5G। এবার ফোনটি ভারতের বাজারে এল। Galaxy A সিরিজের এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা ও স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এছাড়া Samsung Galaxy A33 5G ফোনে পাওয়া যাবে আইপি৬৭ রেটিং ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A33 5G এর দাম ও লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে ফোনটি তবে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আবার এটি অওসম ব্লু, অওসম ব্ল্যাক, অওসম পিচ ও অওসম হোয়াইট কালারে বেছে নেওয়া যাবে।

Samsung Galaxy A33 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

কোম্পানির দাবি, স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনে ৪ বছরের অ্যান্ড্রয়েড এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনে আছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোট করবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর এক্সিনস ১২৮০ প্রসেসর। স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ নির্ভর ওয়ান ইউ আই কাস্টম ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A33 5G ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story