Samsung-এর বিরাট চমক, মে মাস আসতে না আসতেই Galaxy A33 ও Galaxy 52 5G ব্যবহারকারীদের জন্য সুখবর

এখনও মে মাসের এক সপ্তাহ হয়নি, এরমধ্যেই Samsung তাদের Galaxy ডিভাইসের জন্য এই মাসের সিকিউরিটি প্যাচ রোল আউট করার কাজ...
Julai Modal 5 May 2023 11:36 AM IST

এখনও মে মাসের এক সপ্তাহ হয়নি, এরমধ্যেই Samsung তাদের Galaxy ডিভাইসের জন্য এই মাসের সিকিউরিটি প্যাচ রোল আউট করার কাজ শুরু করেছে। Samsung Galaxy A33 5G ও Galaxy A52 5G ফোন দুটি আজ থেকে মে মাসের সিকিউরিটি আপডেট পেতে শুরু করেছে। ফলে এদের সিস্টেম আরও শক্তিশালী হবে।

তবে জানিয়ে রাখি, Samsung Galaxy A33 5G ফোনের জন্য দুরকম আপডেট আনা হয়েছে। কয়েকটি দেশের ইউজাররা যেমন এতে মে মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পাচ্ছে। তেমনি কয়েকটি দেশের ব্যবহারকারীরা জানিয়েছে যে, তাদের Samsung Galaxy A33 ফোনে এপ্রিল মাসের সিকিউরিটি প্যাচ সহ সফটওয়্যার আপডেট এসেছে।

স্যামমোবাইল এর রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy A33 5G ও Galaxy A52 5G ফোনে আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন যথাক্রমে A336MUBS4CWD4 এবং A526BXXS3EWD8। তবে এদের ডাউনলোড সাইজ জানা যায়নি। আর মনে রাখবেন, এই আপডেটে ফোনে নতুন কোনো ফিচার যুক্ত হবে না।

আপনি যদি Samsung Galaxy A33 5G বা Galaxy A52 5G ফোন ব্যবহারকারী হন, তাহলে নয়া আপডেটের নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া ফোনের সেটিংস > সফটওয়্যার আপডেট > ডাউনলোড এন্ড ইনস্টল অপশনে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

Show Full Article
Next Story