লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy A34 5G ও Galaxy A54 5G এর দাম
স্যামসাং (Samsung) খুব শীঘ্রই বিশ্ববাজারে দুটি নতুন Galaxy A-সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এগুলি হল Samsung Galaxy...স্যামসাং (Samsung) খুব শীঘ্রই বিশ্ববাজারে দুটি নতুন Galaxy A-সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এগুলি হল Samsung Galaxy A34 5G এবং Galaxy A54 5G। বিগত কয়েক মাস ধরে এই হ্যান্ডসেটগুলিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে এবং এগুলি সম্পর্কে একাধিক তথ্যও অনলাইনে ফাঁস হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এখনও A34 5G এবং A54 5G-এর অফিসিয়াল লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। আবার, এই দুটি মডেলের পাশাপাশি স্যামসাং ইউরোপে Galaxy A14 5G ফোনটিও লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আর এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই Galaxy A14 5G, Galaxy A34 5G এবং Galaxy A54 5G-এর মূল্য প্রকাশ্যে এসেছে। আসুন তাহলে এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ফাঁস হল Samsung Galaxy A-সিরিজের তিনটি নতুন স্মার্টফোনের দাম ফাঁস হল
প্রথমেই জানাই, স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ইতিমধ্যেই ভারতে কেনার জন্য উপলব্ধ। শীঘ্রই স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি মডেলগুলিও বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। টিপস্টার স্নুপি টেক তার সাম্প্রতিক টুইটে দাবি করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি-এর লঞ্চ মূল্য হবে ৪১৯ ইউরো (প্রায় ৩৬,০০০ টাকা)। এই দামে, ফোনটি ১২৮ জিবি স্টোরেজ অফার করবে।
আবার, টিপস্টার গ্যালাক্সি এ৫৪ ৫জি-এর দামও প্রকাশ করেছেন। তার মতে, এই হ্যান্ডসেটটির লঞ্চ মূল্য হবে ৫১৯ ইউরো (প্রায় ৪৫,৪০০ টাকা)। গ্যালাক্সি এ৩৪ ৫জি-এর মতো গ্যালাক্সি এ৫৪ ৫জি-তেও ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ থাকবে। এর পাশাপাশি, স্নুপি টেক গ্যালাক্সি এ১৪ ৫জি-এর মূল্যও প্রকাশ করেছে। এই সাশ্রয়ী মূল্যের ডিভাইসটি ইউরোপে ২১৯ ইউরো (প্রায় ১৯,১০০ টাকা) মূল্যে কেনা যেতে পারে। গ্যালাক্সি এ১৪ ৫জি বর্তমানে ভারতের বাজারে ১৮,৪৯৯ টাকায় পাওয়া যায়।
উল্লেখ্যযোগ্যভাবে, ইউরোপীয় বাজারের তুলনায় Galaxy A34 5G এবং Galaxy A54 5G ফোন দুটি ভারতে কম দামে লঞ্চ হতে পারে। স্যামসাং যদিও এখনও ভারতে এই দুটি গ্যালাক্সি ফোনের লঞ্চের বিষয়ে কিছু নিশ্চিত করেনি। তবে, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে ইতিমধ্যেই Samsung Galaxy A34 5G এবং A54 5G-এর মূল স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানা গেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
Samsung Galaxy A34 5G এবং Galaxy A54 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
Samsung Galaxy A34 5G বেশকিছু সার্টিফিকেশন ওয়েবসাইটের অনুমোদন লাভ করেছে, যার মধ্যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ভারতে ফোনটির আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়েছে। ফোনটিতে ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। আর ফ্রন্ট ক্যামেরার জন্য এই ডিসপ্লের ওপরের দিকে একটি ওয়াটারড্রপ নচ দেখা যাবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ বা এক্সিনস ১৩৮০ প্রসেসর দ্বারা চালিত হবে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A34 5G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A34 5G-তে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, Galaxy A54 5G-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৪ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনের ওপরে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। ডিভাইসটি স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ১৩৮০ চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য, Galaxy A54 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করবে৷ আর সেলফি তোলা ও ভিডিও কল করার জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A34 5G-এর মতো, A54 5G-তেও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। উভয় ডিভাইসই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) ইউজার ইন্টারফেসে রান করবে। এই Galaxy A-সিরিজের ফোন দুটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিংয়ের সাথে আসবে বলে জানা গেছে।