মাত্র 299 টাকায় Samsung-এর ফিচারে ঠাসা 5G ফোন কেনার সুযোগ, এখনই অর্ডার করুন

Amazon offer: আপনি কি এই মুহূর্তে ভালো পারফরম্যান্স বিশিষ্ট একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন? আর এক্ষেত্রে আপনার ব্র্যান্ড হিসেবে প্রথম পছন্দ Samsung? তাহলে বাজেট নিয়ে…

Amazon offer: আপনি কি এই মুহূর্তে ভালো পারফরম্যান্স বিশিষ্ট একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন? আর এক্ষেত্রে আপনার ব্র্যান্ড হিসেবে প্রথম পছন্দ Samsung? তাহলে বাজেট নিয়ে চিন্তার প্রয়োজন নেই, কারণ বিশেষ সেল ছাড়াও আপনি এখন Samsung Galaxy A34 5G ফোনটি আরামসে হাতের মুঠোয় পেয়ে যাবেন, সৌজন্যে Amazon India। আসলে এই মুহূর্তে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি উল্লিখিত ফিচারে ঠাসা 5G ফোনটিতে দুর্দান্ত অফার দিচ্ছে। ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ স্কিম এবং ব্যাঙ্ক অফার ইত্যাদির সুবিধা মিলিয়ে আপনি Samsung Galaxy A34 5G খুব কম দামেই (ভাগ্য ভালো থাকলে হাজার টাকার কমে) কিনতে পারবেন।

এক নজরে Samsung Galaxy A34 5G-তে উপলব্ধ অফার

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ৩৫,৪৯৯ টাকা, তবে অ্যামাজনের অফারে এই ফোনটি এখন ৩০,৯৯৯ টাকায় মিলছে। অর্থাৎ এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্ট কাজে লাগিয়ে আপনি ৪,৫০০ টাকা সাশ্রয় করতে পারবেন। আবার ব্যাঙ্ক অফারে এর দাম আরও ৩,০০০ টাকা কমে আসবে।

শুধু তাই নয়, আপনি যদি পুরোনো ফোন এক্সচেঞ্জ করে এই স্যামসাং ফোনটি কেনেন তাহলে পেতে পারেন ২৭,৭০০ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ (শর্তাবলি প্রযোজ্য)। মানে সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে আপনি ১,০০০ টাকারও অনেক কমে এটি কিনতে সক্ষম হবেন।

Samsung Galaxy A34 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ২৩৪০×১০৮০ পিক্সেল) সুপার অ্যামোলেড+ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা বিদ্যমান। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি অফার করবে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার গ্যালাক্সি এফ৩৪-এ ফটোগ্রাফির জন্য ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। ফোনটিতে পাওয়া যাবে ইন-বিল্ট অ্যান্ড্রয়েড ১৩ ওএসও। অন্যান্য ফিচারের কথা বললে, এটি ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি, এনএফসি (NFC), টাইপ সি জ্যাক ব্যবহারের সুবিধা দেবে।