নববর্ষের আগে ভাল খবর, Samsung-এর জনপ্রিয় 5G ফোনের দাম 3,500 টাকা কমল
সম্প্রতি Galaxy A-সিরিজের নতুন সংযোজন হিসেবে Samsung Galaxy A35 স্মার্টফোনটি ভারতের বাজারে পা রেখেছে। ফলস্বরূপ, দক্ষিণ...সম্প্রতি Galaxy A-সিরিজের নতুন সংযোজন হিসেবে Samsung Galaxy A35 স্মার্টফোনটি ভারতের বাজারে পা রেখেছে। ফলস্বরূপ, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এর পূর্বসূরি Samsung Galaxy A34-এর দাম কমিয়েছে। এটিকে গত বছর মার্চ মাসে উন্মোচন করা হয়েছিল এবং সাম্প্রতিক প্রাইস কাট সহ এখনও পর্যন্ত ডিভাইসটির দাম তিন বার কমানো হয়েছে। আসুন তাহলে Samsung Galaxy A34-এর বর্তমান দাম এবং এই দামে এটি কি কি অফার করে জেনে নেওয়া যাক।
ভারতে Samsung Galaxy A34-এর দাম কমলো
শেষবার দাম কমানোর পর স্যামসাং গ্যালাক্সি এ34 5জি ফোনটি 27,999 টাকায় পাওয়া যাচ্ছিল। এখন দাম একধাক্কায় 3,500 টাকা কমেছে। যার মানে এটি এখন মাত্র 24,499 টাকায় কেনা যাবে। স্মার্টফোনটি শুধুমাত্র 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ সংস্করণে উপলব্ধ। এটি লাইট গ্রীন, ব্ল্যাক, লাইট পার্পল বা সিলভার কালার অপশনে বেছে নেওয়া যাবে।
Samsung Galaxy A34: স্পেসিফিকেশন ও ফিচার্স
স্যামসাং গ্যালাক্সি এ34-এ রয়েছে ফুলএইচডি+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড (Super AMOLED) ডিসপ্লে, যা কর্নিং গরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত। এই ফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি 1080 চিপসেটে চলে, যা 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A34-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। এতে অবজেক্ট ইরেজার, ইমেজ রিমাস্টার এবং ইমেজ ক্লিপারের মতো ফটোগ্রাফি ফিচার্স রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A34 ফোনটি 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এছাড়াও, এটি IP67 রেটিং প্রাপ্ত চ্যাসিস এবং স্টেরিও স্পিকার অফার করে।
Samsung Galaxy A34 কেন কিনবেন?
2024 সালে এসেও Samsung Galaxy A34 5G একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। বাজেট 25,000 টাকার নীচে হলে Samsung Galaxy A34 তার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। এটি কম দামে নতুন A35-এর মতোই বৈশিষ্ট্য অফার করে। তবে Galaxy A35-এ সামান্য উন্নত 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং Exynos 1380 চিপসেট রয়েছে।
যদি, সিপিইউ পারফরম্যান্স এবং বর্ধিত সফ্টওয়্যার সাপোর্ট আপনার কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ না হয়, তাহলে Samsung Galaxy A34 মূল্যের নিরিখে A35-এর থেকে লাভজনক। যদি কেউ আরও ভালো ডিজাইন এবং ফাস্ট চার্জিংয়ের সন্ধানে থাকেন, তার জন্য OnePlus Nord CE 4 5G একটি ভালো পছন্দ। এছাড়া, এই দামে Realme 12 Pro, Redmi Note 13 Pro, Poco X6 ভাল অপশন।