Samsung Galaxy A34 কেমন লাগবে দেখতে? লঞ্চের আগে সংস্থার অজান্তেই ছবি ফাঁস

দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় ইলেকট্রনিক্স নির্মাতা স্যামসাং তাদের A-সিরিজে বেশ কয়েকটি নতুন মডেল যোগ করতে চলেছে বলে...
Ananya Sarkar 25 Nov 2022 11:55 AM IST

দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় ইলেকট্রনিক্স নির্মাতা স্যামসাং তাদের A-সিরিজে বেশ কয়েকটি নতুন মডেল যোগ করতে চলেছে বলে শোনা যাচ্ছে। তারমধ্যে একটি হল Samsung Galaxy A34। ফোনটির সম্পর্কে খুব বেশি তথ্য অনলাইনে উপলব্ধ ছিল না। একটি প্রকাশনা তাদের সাম্প্রতিক রিপোর্টে এই মডেলটির রেন্ডার প্রকাশ করেছে। শুধু তাই নয়, নতুন স্যামসাং হ্যান্ডসেটটিকে একটি ৩৬০ ডিগ্রি ভিডিওতেও দেখা গেছে যা এটির সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছে। আপকামিং Samsung Galaxy A34 মডেলটি চলতি বছরের মার্চে লঞ্চ হওয়া Galaxy A33 এর উত্তরসূরি হিসেবে বাজারে পা রাখবে। চলুন নতুন A-সিরিজের ফোনটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Samsung Galaxy A34-এর রেন্ডার

একটি প্রতিবেদনে স্যামসাং গ্যালাক্সি এ৩৪-এর কম্পিউটার এডেড ডিজাইন (CAD) রেন্ডারগুলি প্রকাশ হয়েছে। রেন্ডার অনুযায়ী, ফোনটির ওপরে একটি ওয়াটারড্রপ নচ থাকবে। বেশ চওড়া চিন সহ ডিসপ্লের চারদিকে অপেক্ষাকৃত সরু বেজেল দেখা যাবে। যেহেতু, পূর্বসূরি গ্যালাক্সি এ৩৩-এ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, তাই এ৩৪-ও এই একই প্যানেলের সাথে আসবে বলে মনে করা হচ্ছে। ফোনটির ওপরে সিম কার্ড ট্রে-টি অবস্থান করবে। আর নীচের প্রান্তে একটি মাইক্রোফোন, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকবে।

আর, ফোনের বাম ধারে কিছু থাকবে না, তবে ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটনের দেখা মিলবে। রিয়ার প্যানেলে তিনটি চিরাচরিত ক্যামেরার রিং রয়েছে, যার পাশে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে। রেন্ডারে ফোনটিকে কালো রঙের বিকল্পে দেখা গেছে। তবে, লঞ্চের সময় আরও কালার ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে।

আরও জানা গেছে যে, Samsung Galaxy A34-এর পরিমাপ হবে ১৬১.৩ x ৭৭.৭ x ৮.২ মিলিমিটার। ফোনটির সামনে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলেও জানা গেছে। তবে এগুলি ছাড়া, আসন্ন Galaxy A-সিরিজ স্মার্টফোনটির সম্পর্কে আর কোনও অতিরিক্ত তথ্য এখনও জানা যায়নি।উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল যে, স্যামসাং তাদের আসন্ন Galaxy A-সিরিজের ফোনগুলি থেকে ডেপ্থ ক্যামেরাগুলি বাদ দেবে।

খবর সত্যি হলে Galaxy A24, A34, এবং A54 মডেলগুলি একটি প্রধান সেন্সর, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ম্যাক্রো ইউনিট সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। খরচ কমাতে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে বলেই মনে করছেন প্রযুক্তি মহলের একাংশ। Samsung Galaxy A34 আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story