জলেও ক্ষতি হবে না, অ্যামোলেড ডিসপ্লে ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে ওয়াটারপ্রুফ ফোন
স্যামসাং সম্প্রতি তাদের Galaxy A-সিরিজের বেশ কিছু নতুন স্মার্টফোন বাজারে এনেছে। যার মধ্যে অন্যতম হল Galaxy A15 5G এবং...স্যামসাং সম্প্রতি তাদের Galaxy A-সিরিজের বেশ কিছু নতুন স্মার্টফোন বাজারে এনেছে। যার মধ্যে অন্যতম হল Galaxy A15 5G এবং Galaxy A25। আবার খুব তাড়াতাড়ি এই লাইনআপে যুক্ত হতে চলেছে আরও দুটি নতুন মডেল, Galaxy A55 5G এবং Galaxy A35 5G। ফোনগুলির বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র লাভের বিষয়টি আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়। পাশাপাশি দু'টি ফোনেরই বিভিন্ন বৈশিষ্ট্য সামনে এনেছে। এবার Samsung Galaxy A35 5G-এর পুরো স্পেসিফিকেশনের পাশপাশি দাম ফাঁস হয়ে গিয়েছে।
Samsung Galaxy A35 5G-এর স্পেসিফিকেশন, দাম ফাঁস
অ্যান্ড্রয়েড হেডলাইনস ও সুপরিচিত টিপস্টার অনলিক্স যৌথভাবে প্রকাশ করেছে যে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুলএইচডি+ সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ফোনটিতে ব্যবহার করা হবে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ১৩৮০ প্রসেসর, যা ৬ জিবি/ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। মাইক্রোসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত মেমরি এক্সপ্যান্ড করা যাবে।
ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অবস্থান করবে৷ সেলফির জন্য, এতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, গ্যালাক্সি এ৩৫ ৫জি-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আশা করা যায় ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া, এতে ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং প্রাপ্ত চ্যাসিস থাকবে।
ইউরোপের বাজারে Samsung Galaxy A35 5G-এর ৬ জিবি র্যাম মডেলের দাম ৩৭৯ ইউরো (প্রায় ৩৪,০০০ টাকা) এবং উচ্চতর ৮ জিবি র্যাম মডেলের মূল্য ৪৪৯ ইউরো (প্রায় ৪০,৩০০ টাকা) হতে পারে বলে আশা করা হচ্ছে।