Samsung Galaxy A35 5G লঞ্চের আরও কাছে পৌঁছে গেল, কেমন কী ফিচার্স দেখুন
Samsung বর্তমানে A-সিরিজের একাধিক স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে, যার মধ্যে অন্যতম Galaxy A35 5G। এটি গ্লোবাল মার্কেটে...Samsung বর্তমানে A-সিরিজের একাধিক স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে, যার মধ্যে অন্যতম Galaxy A35 5G। এটি গ্লোবাল মার্কেটে শীঘ্রই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। স্পেসিফিকেশন সম্পর্কিত বিভিন্ন তথ্য ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্ম এবং রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে। আর এখন Samsung Galaxy A35 5G-এর অফিসিয়াল সাপোর্ট পেজ লাইভ হয়ে তাড়াতাড়িই লঞ্চের ইঙ্গিত দিয়েছে।
Samsung Galaxy A35 5G-এর সাপোর্ট পেজ লাইভ
স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটিকে সংযুক্ত আরব আমিরশাহী এবং ফিলিপাইনের সাপোর্ট পেজে দেখা গেছে। অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ডিভাইসটির মডেল নম্বর SM-A356E/DS৷ এটি মূলত এই দুটি দেশের বাজারে এর উপলব্ধতা নিশ্চিত করে। দক্ষিণ কোরিয়ার আরআরএ (RRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে গ্যালাক্সি এ৩৫-এর অনুমোদন প্রাপ্তির সাথে সাথে সাপোর্ট পেজগুলি লাইভ হয়েছে। ডেটাবেসটিতে ফোনের লাইভ ইমেজও প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে ডিজাইনটি সামনে এসেছে।
লাইভ ইমেজ অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি-এ ট্রিপল ক্যামেরা সেটআপ ও এলইডি ফ্ল্যাশ মডিউল সহ ফ্ল্যাট রিয়ার প্যানেল থাকবে। একইভাবে, ফাঁস হওয়া রেন্ডারগুলিতে ফোনটির সামনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট ডিসপ্লে দেখা গেছে। গ্যালাক্সি এ৩৫ ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম নিশ্চিত করেছে যে, ফোনটি এক্সিনস ১৩৮০ প্রসেসরের সাথে আসবে, যা ৬ জিবি র্যামের সাথে যুক্ত থাকবে।
এছাড়া, Samsung Galaxy A35 সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪ ওএস ভিত্তিক ওয়ান ইউআই (One UI) কাস্টম স্কিনে চলবে। সম্প্রতি, ফোনটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ব্লুটুথ ৫.৩ ভার্সনের সাপোর্ট নিশ্চিত করেছে। Galaxy A35 ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর অনুমোদনও লাভ করেছে, যা এদেশে ফোনটিকে আগমনের জন্য সবুজ সংকেত দেখিয়েছে। সবশেষে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) ডেটাবেস এই স্যামসাং ফোনে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), 5G সংযোগ এবং একটি এসডি কার্ড স্লটের উপস্থিতি নিশ্চিত করেছে।