5 হাজার টাকা পর্যন্ত দাম কমলো Samsung Galaxy A35 5G ও Galaxy F15 5G ফোনের

Samsung Galaxy F15 5G স্মার্টফোনের 6 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টের সেলে 14,499 টাকায় পাওয়া যাচ্ছে।

Suman Patra 4 Dec 2024 11:31 AM IST

আপনি যদি Samsung ফোনের ফ্যান হন এবং দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে ফ্লিপকার্টে চলমান বিগ বাঁচাত ডেজ সেলের অফার মিস করবেন না। 5 ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে আপনি সেরা ডিল সহ Samsung Galaxy A35 5G এবং Samsung Galaxy F15 5G অর্ডার করতে পারবেন। এই ফোনগুলির সাথে 5,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিভাইস দুটি ক্যাশব্যাক এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ বোনাস সহ কেনা যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Samsung Galaxy A35 5G

এই ফোনের 8 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 29,499 টাকা। তবে এই সেলে আপনি 5,000 টাকা ছাড়ে এই ডিভাইস কিনতে পারবেন। এই ছাড়ের জন্য আপনাকে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারেও 28,300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। ফিচারের কথা বললে, এই স্মার্টফোনে আছে 6.6-ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে, Exynos 1380 প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এই ডিভাইসে রয়েছে।

Samsung Galaxy F15 5G

এই স্মার্টফোনের 6 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টের সেলে 14,499 টাকায় পাওয়া যাচ্ছে। তবে আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই ট্র্যানজ্যাকশন করেন তবে 1,000 টাকা ছাড় পাবেন। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা 5% ক্যাশব্যাক পাবেন। এক্সচেঞ্জ অফারে রয়েছে 13,800 টাকা পর্যন্ত ছাড়

ফিচারের কথা বললে, এই স্যামসাং ফোনে আপনি ফুল এইচডি + রেজোলিউশন সহ 6.5-ইঞ্চি ডিসপ্লে পাবেন। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। প্রসেসর হিসেবে এতে ডাইমেনসিটি 6100+ ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000mAh।

Show Full Article
Next Story