Samsung মিড-রেঞ্জে চমৎকার ফোন আনছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন লিক হয়ে গেল

স্যামসাং (Samsung) এই বছরে Galaxy A-সিরিজের বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে৷ এর মধ্যে, Samsung Galaxy...
Ananya Sarkar 17 Jan 2024 11:06 AM IST

স্যামসাং (Samsung) এই বছরে Galaxy A-সিরিজের বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে৷ এর মধ্যে, Samsung Galaxy A25 এবং Galaxy A15 5G ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে, এবার Samsung Galaxy A55 এবং Galaxy A35 বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বাজারে পা রাখবে। দু'টি ফোনেরই ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন, Samsung Galaxy A35 স্পেসিফিকেশন প্রকাশ করে গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে হাজির হয়েছে।

Samsung Galaxy A35 হাজির Geekbench সাইটে

SM-A356U মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। ডেটাবেসে উল্লেখ করা হয়েছে যে, এই ফোনে s5e8835 কোডনেম যুক্ত একটি মাদারবোর্ড থাকবে, যা ২ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কোর এবং ২.৪০ গিগাহার্টজ গতির চারটি কোর দ্বারা গঠিত। এই কনফিগারেশন স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ১৩৮০ চিপসেটের সাথে মিলে যায়।

ওই প্রসেসর এর আগে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ এবং এম৫৪/এফ৫৪-এ ব্যবহৃত হয়েছে। এছাড়াও, গিকবেঞ্চ লিস্টিংটি প্রকাশ করেছে যে স্যামসাং গ্যালাক্সি এ৩৫-এ ৬ জিবি র‍্যাম মিলবে, তবে লঞ্চের সময় আরও বেশি র‍্যাম অপশন বাজারে আসতে পারে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও গিকবেঞ্চ ডেটাবেসে উল্লেখ করা হয়েছে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৬৯৭ পয়েন্ট এবং ২,৩৩২ পয়েন্ট স্কোর করেছে। এদিকে, সম্প্রতি ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, Samsung Galaxy A35-এ কার্ভড কর্নার সহ প্রিমিয়াম ডিজাইন দেখা যাবে। ডান প্রান্তে একটি উত্থিত অংশ থাকবে, যাকে স্যামসাং 'কী আইল্যান্ড' বলে অভিহিত করেছে। এছাড়া, ফোনটির রিয়ার প্যানেলে তিনটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেন্সর অবস্থান করবে। ফোনটিতে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা।

Show Full Article
Next Story