সরাসরি Android 13 স্টেবেল আপডেট আসছে Samsung এর আরও এক স্মার্টফোনে
Samsung এক মাস আগেই তাদের Galaxy A52 স্মার্টফোনে Android 13 অপারেটিং সিস্টেম নির্ভর One UI 5.0 আপডেটের বিটা ভার্সন...Samsung এক মাস আগেই তাদের Galaxy A52 স্মার্টফোনে Android 13 অপারেটিং সিস্টেম নির্ভর One UI 5.0 আপডেটের বিটা ভার্সন রোলআউট করেছে। স্টেবেল আপডেট কবে রিলিজ হবে তা এখনও জানা যায়নি। তবে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Galaxy A52s 5G মডেলটিও Android 13 ভার্সনে আপগ্রেডের জন্য কাজ করছে স্যামসাং।
Galaxy A52s 5G এই নভেম্বর বা ডিসেম্বরে Android 13 পেতে পারে
জানা গিয়েছে, টেক জায়ান্টটির তরফে অভ্যন্তরীণভাবে Android 13 বেসড One UI 5.0 স্টেবেল ভার্সনের উপর পরীক্ষা-নিরীক্ষা চালু করা হয়েছে। টেস্ট ফার্মওয়্যারটি স্যামসাংয়ের সার্ভারে A528BXXU1DVJG বিল্ডের সাথে দেখা গিয়েছে। বর্তমানে ভারতে সফটওয়্যারটির ট্রায়াল চলছে। ফলে অনুমান করা যায়, Galaxy A52s 5G এর ভারতীয় ব্যবহারহারকারীরা সবার প্রথমে Android 13 এর এক্সপিরিয়েন্স নিতে পারবেন।
উল্লেখ্য, Samsung Galaxy A52s 5G এর জন্য এখনও One UI 5.0 বিটা প্রোগ্রাম লঞ্চ করা হয়নি। ফলে অনেকের মতে, প্রথমেই স্টেবেল সফটওয়্যার রিলিজ হয়ে যেতে পারে। এদিকে সংস্থার তরফে প্রকাশিত সূচী অনুযায়ী, জার্মানি, মালয়েশিয়া, এবং দক্ষিণ কোরিয়াতে ডিসেম্বরের আগেই One UI 5.0 মোবাইল সফটওয়্যারে Galaxy A52s 5G আপগ্রেড হবে।
One UI 5.0 ফিচার্স
Android 13 নির্ভর হওয়ার কারণে One UI 5.0 ভার্সনে অ্যান্ড্রয়েডের ত্রয়োদশ সংস্করণের মতো নানা ফিচার্স যেমন নতুন ডাইনামিক লক স্ক্রিন, উন্নত ডাইনামিক থিমিং, আরও ভাল উইজেট স্ট্যাকিং, মাল্টি ইউজার সাপোর্ট এসেছে। পাশাপাশি মাল্টি টাস্কিং জেশ্চারেও ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে। গ্যালারি অ্যাপের টেক্সট রিকগনিশন আরও ইমপ্রুভড। এছাড়া একটি নতুন প্রাইভেসি হাবের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রাইভেসি অপশনের আরও ভাল ভাবে কন্ট্রোল করা যাবে।