Samsung Galaxy A53 5G ভারতে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, কবে থেকে কত টাকায় কিনতে পারবেন জেনে নিন

গত ১৭ই মার্চ Samsung আয়োজিত 'Galaxy Unpacked Event' চলাকালীন Galaxy A53 5G এবং Galaxy A33 নামের দুটি নতুন 5G...
SUPARNA 21 March 2022 3:36 PM IST

গত ১৭ই মার্চ Samsung আয়োজিত 'Galaxy Unpacked Event' চলাকালীন Galaxy A53 5G এবং Galaxy A33 নামের দুটি নতুন 5G কানেক্টিভিটির স্মার্টফোন গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল। যার মধ্যে, Galaxy A53 5G ফোনটি আজ ভারতে লঞ্চ হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই এদেশে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছিল। এক্ষেত্রে, আগ্রহীরা এই মুহূর্ত থেকেই Samsung India -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে উক্ত ফোনটি আগাম বুক করতে পারবেন। একই সাথে, প্রথম সেলের দিনক্ষণও আজ ঘোষণা করেছে টেক সংস্থাটি। জানা যাচ্ছে, ফোনটিকে আগামী ২৫শে মার্চ থেকে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হবে। উল্লেখ্য, ফিচার হিসাবে সদ্য আগত এই ফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD ডিসপ্লে প্যানেল, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, অক্টা কোর এক্সিনস ১২৮০ চিপসেট এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমন্বিত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এছাড়া, এটি IP67 রেটিং সহ আসায়, ধুলো এবং জল প্রতিরোধী। চলুন Samsung Galaxy A53 5G ফোনের দাম, ফিচার এবং প্রি-অর্ডারের কার্যক্রম সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A53 5G দাম ও প্রি-অর্ডারের বিশদ

ভারতে, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ৩৪,৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। আবার, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম থাকছে ৩৫,৯৯৯ টাকা। জানিয়ে রাখি, গ্যালাক্সি এ-সিরিজ অধীনস্ত এই নতুন স্মার্টফোনটি যারা প্রি-অর্ডার করেছিলেন তারা ২৭ মার্চ থেকে ডেলিভারি পাবেন। এটিকে, অওসম ব্ল্যাক, অওসম ব্লু, অওসম পিচ এবং অওসম হোয়াইট কালার অপশনে কেনা যাবে।

অফারের কথা বললে, স্যামসাংয়ের এই স্মার্টফোন কেনার ক্ষেত্রে ইএমআই অপশনের সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে, ফোনটির ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টকে মাসিক ৪,৩১২ টাকার প্রারম্ভিক ইএমআই বিকল্পের সাথে কেনা যাবে। আর, ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের জন্য প্রতি মাসে ৪,৪৯৯ টাকার প্রারম্ভিক ইএমআই শোধ করতে হবে। এছাড়া, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে Galaxy A53 5G আগাম অর্ডার করলে অতিরিক্ত ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও অফার করা হবে।

প্রসঙ্গত, স্যামসাং গত সপ্তাহে গ্যালাক্সি এ৫৩ ৫জি স্মার্টফোনকে ৪৪৯ ইউরো বা ভারতীয় মূল্যে প্রায় ৩৭,৮০০ টাকায় গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল। আর, বৈশ্বিক বাজারে হ্যান্ডসেটটি মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে, যথা - ৬ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম+২৫৬ জিবি স্টোরেজ।

Samsung Galaxy A53 5G স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ফোনে অক্টা কোর (২.৪ গিগাহার্টজ + ২.৪ গিগাহার্টজ) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ কাস্টম স্কিন চালিত। আবার, স্টোরেজ হিসাবে ফোনটির ভারতীয় সংস্করণে, ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি মেমরি পাওয়া যাবে। যদিও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A53 5G ফোনের ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। একই ভাবে, সেলফি তোলার জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.২) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির জন্য স্যামসাংয়ের এই নয়া স্মার্টফোনে, 5G, 4G LTE, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.১, জিপিএস / এ-জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। ফোনটির সেন্সর অপশনের মধ্যে থাকছে, অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ৫জি ডিভাইসে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে৷ Samsung Galaxy A53 5G, IP67 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে।

Show Full Article
Next Story