লঞ্চের আগেই Samsung Galaxy A54 5G ফোনের শক্তি পরীক্ষা, কতটা পাওয়ারফুল জানাল Geekbench

Samsung Galaxy A54 5G নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। আশা করা হচ্ছে ফোনটি আগামী বছরের শুরুতে লঞ্চ হবে।...
Julai Modal 12 Dec 2022 2:24 PM IST

Samsung Galaxy A54 5G নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। আশা করা হচ্ছে ফোনটি আগামী বছরের শুরুতে লঞ্চ হবে। কিছুদিন আগেই এর রেন্ডার সহ ডিজাইন সামনে এসেছিল, জানা গিয়েছিল যে এতে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এখন আবার Samsung Galaxy A54 5G কে বেঞ্চমার্ক ওয়েবসাইট Geekbench -এ দেখা গেল। এতে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে।

Samsung Galaxy A54 5G কে দেখা গেল Geekbench বেঞ্চমার্ক সাইটে

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি কে এখানে SM-A546B মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। লিস্টিং অনুযায়ী, ফোনটি ২.৪ গিগাহার্টজ চিপসেট সহ চলবে। এটি এক্সিনস ১৩৮০ প্রসেসর হতে পারে। আবার ফোনটি ৬ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম সহ আসবে। গিকবেঞ্চে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৭৭৬ ও ২,৫৯৯ স্কোর করেছে।

এদিকে রেন্ডার থেকে জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে ৬.৪ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকবে। আর ফোনটির পিছনে তিনটি ক্যামেরা সেন্সর দেখা যাবে।

এই ক্যামেরাগুলি হতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের উপস্থিত থাকবে। আর ফোনের সামনে, একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া Samsung Galaxy A54 5G ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। দীর্ঘ ব্যাকআপের জন্য এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Show Full Article
Next Story