Samsung Galaxy A54 5G ও Galaxy A34 5G শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জানুন

আজ অর্থাৎ ১৫ই মার্চ বহুল প্রতীক্ষিত Samsung Galaxy A54 5G এবং Samsung Galaxy A34 5G স্মার্টফোন দুটি লঞ্চ হল৷ আপাতত...
SUMAN 15 March 2023 10:12 PM IST

আজ অর্থাৎ ১৫ই মার্চ বহুল প্রতীক্ষিত Samsung Galaxy A54 5G এবং Samsung Galaxy A34 5G স্মার্টফোন দুটি লঞ্চ হল৷ আপাতত ডিভাইস দুটি ইউরোপীয় বাজারে আত্মপ্রকাশ করেছে। আগামী ১৬ই মার্চ Galaxy A-সিরিজ অধীনস্ত এই স্মার্টফোন-দ্বয় ভারতের বাজারেও পা রাখবে৷ বিশেষত্বের কথা বললে, আলোচ্য ফোনগুলি ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, হাইব্রিডেড মাইক্রো-এসডি কার্ড স্লট এবং সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম সহ এসেছে। সাদৃশ্যের পাশাপাশি কিছু বৈসাদৃশ্য নজরে পড়বে। যেমন Galaxy A54 5G ফোনে - FHD+ sAMOLED ডিসপ্লে প্যানেল, এক্সিনস ১৩৮০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার পাওয়া যাবে। অন্যদিকে Galaxy A34 5G মডেলে - মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০, ৪৮ মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান। সর্বোপরি, Samsung তাদের এই লেটেস্ট ফোন দুটির জন্য চারটি অ্যান্ড্রয়েড ভার্সন আপগ্রেড এবং ৫ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট রিলিজ করার প্রতিশ্রুতি দিয়েছে। চলুন নয়া Samsung Galaxy A54 5G এবং Galaxy A34 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন বিস্তারে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A34 5G, Galaxy A54 5G এর দাম ও লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ৩৮৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৩৪,৪০০ টাকা) রাখা হয়েছে। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড মডেলকে লঞ্চ করা হয়েছে ৪৫০ ইউরো (প্রায় ৪০,৬০০ টাকা) মূল্যে। এটি - অওসাম সিলভার, অওসাম গ্রাফাইট, অওসাম লাইম এবং অওসাম ভায়োলেট কালার বিকল্পে উপলব্ধ৷

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি স্মার্টফোনকেও দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৮৯ ইউরো (প্রায় ৪৩,২০০ টাকা) এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-মডেলের দাম ৫৩৯ ইউরো (প্রায় ৪৭,৬০০ টাকা) ধার্য করা হয়েছে। এটি চারটি কালার অপশনে এসেছে - অওসাম লাইম, অওসাম গ্রাফাইট, অওসাম হোয়াইট এবং অওসাম ভায়োলেট।

লভ্যতার কথা বললে, শীঘ্রই আলোচ্য মডেলগুলিকে ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বাজারে বিক্রির জন্য উপলব্ধ করা হবে। তবে তার আগে অর্থাৎ আগামীকাল উক্ত এ-সিরিজের দুটি স্মার্টফোনকে ভারতে লঞ্চ করা হবে।

Samsung Galaxy A54 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) sAMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ও নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার অবস্থিত। আর হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল- অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

উন্নত পারফরম্যান্সের জন্য Samsung Galaxy A54 ফোনে অক্টা-কোর এক্সিনস ১৩৮০ প্রসেসর এবং ইন্টিগ্রেটেড মালি জি৮০ জিপিইউ আছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OneUI 5.1) কাস্টম স্কিনের সাথে প্রি-লোড হয়ে এসেছে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম পাওয়া যাবে। যদিও মাইক্রো-এসডি কার্ড স্লটের (হাইব্রিড) মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ সম্প্রসারণ করা সম্ভব।

অন্যান্য ফিচারের কথা বললে, আলোচ্য ৫জি-এনাবল স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক বৈশিষ্ট্য সমর্থন করে। অডিও বিভাগের ক্ষেত্রে, এতে ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে। আবার কানেক্টিভিটির জন্য অন্তর্ভুক্ত থাকছে - ডুয়াল-সিম (একটি ই-সিম) স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/এএক্স, ব্লুটুথ ৫.৩, NFC, GPS, গ্লোনাস, বেইডো, গ্যালিলিও এবং ইউএসবি ২.০ টাইপ-সি পোর্ট। Samsung Galaxy A54 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এর পরিমাপ ১৫৮.২×৭৬.৭×৮.২ মিমি এবং ওজন ২০২ গ্রাম।

Samsung Galaxy A34 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) sAMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ইউ নচ স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। উন্নত পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আলোচ্য ডিভাইসে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর এবং মালি জি৬৮ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অফার করে। আবার ব্যবহারকারীরা মাইক্রো-এসডি কার্ড স্লটের (হাইব্রিড) সাহায্যে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে পারবেন। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য নয়া Samsung Galaxy A34 5G ফোনে - OIS সমর্থিত ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে এ-সিরিজের এই হ্যান্ডসেটে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

অডিও ফ্রন্টের কথা বললে, স্যামসাংয়ের নিয়ে আসা এই ৫জি মডেলে ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সেটআপ রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসাবে - ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৫.৩, NFC, GPS, গ্লোনাস, বেইডো, গ্যালিলিও এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সামিল থাকছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A34 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এর পরিমাপ ১৬১.৩×৭৮.১×৮.২ মিমি এবং ওজন ১৯৯ গ্রাম।

Show Full Article
Next Story