লঞ্চের আগে Samsung Galaxy A54, Galaxy A34, Galaxy A14 ফোনের পরীক্ষা শুরু, থাকবে দুর্দান্ত ক্যামেরা

দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং (Samsung) তাদের পরবর্তী অফার হিসেবে Samsung Galaxy A54,...
Anwesha Nandi 21 Sept 2022 11:25 AM IST

দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং (Samsung) তাদের পরবর্তী অফার হিসেবে Samsung Galaxy A54, Galaxy A34 এবং Galaxy A14-এর মতো একাধিক হ্যান্ডসেটের ওপর কাজ করছে বলে জানা গেছে। এই আসন্ন Galaxy A-সিরিজের স্মার্টফোনগুলি আগামী বছরের শুরুতে আত্মপ্রকাশ করতে পারে। তবে তার আগেই এখন একটি নতুন রিপোর্টে আলোচ্য ডিভাইসগুলির মডেল নম্বর এবং কিছু প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। স্যামসাং SM-A546B মডেল নম্বর সহ ফ্ল্যাগশিপ Galaxy A54 টেস্ট করছে বলে জানা গেছে। হ্যান্ডসেটটিতে একটি মিড-রেঞ্জের Exynos প্রসেসর রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, Galaxy A34 এবং Galaxy A14 SM-A346B এবং SM-A146B মডেল নম্বর সহ বিকাশাধীন বলে জানা গেছে। আসন্ন ফোনগুলির চলতি বছরের শেষের দিকে ইউরোপে বিক্রি শুরু হতে পারে।

Samsung বিশ্ববাজারে আনতে চলেছে একাধিক Galaxy A-সিরিজের হ্যান্ডসেট

গ্যালাক্সিক্লাব (GalaxyClub)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, নতুন স্যামসাং গ্যালাক্সি এ৫৪, গ্যালাক্সি এ৩৪ এবং গ্যালাক্সি এ১৪ হ্যান্ডসেটগুলি যথাক্রমে SM-A546B, SM-A346B এবং SM-A146B মডেল নম্বর সহ পরীক্ষার পর্যায়ে প্রবেশ করেছে৷ গ্যালাক্সি এ৫৪ মডেলটি গ্যালাক্সি এ৫৩ এর উত্তরসূরি হবে, যেখানে গ্যালাক্সি এ৩৪ এবং গ্যালাক্সি এ১৪ যথাক্রমে গ্যালাক্সি এ৩৩ এবং গ্যালাক্সি এ১৩-এর উত্তরসূরি হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে।

এছাড়াও রিপোর্টটি প্রকাশ করেছে যে, গ্যালাক্সি এ৫৪ এবং গ্যালাক্সি এ৩৪ একটি মিড-রেঞ্জের Exynos S5E8535 প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা বর্তমান গ্যালাক্সি এ৫৩ এবং গ্যালাক্সি এ৩৩-এ ব্যবহৃত স্যামসাং এক্সিনস ১২৮০-এর আপগ্রেডেড সংস্করণ হতে পারে। গ্যালাক্সি এ১৪ ৫জি সারা বিশ্বে স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ৫জি ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। এই নতুন গ্যালাক্সি এ-সিরিজের মডেলগুলি আগামী বছরের শুরুতে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আর এবছরের শেষের দিকে হ্যান্ডসেটগুলি ইউরোপে লঞ্চ হতে পারে।

প্রসঙ্গত, এর আগে সূত্র মারফৎ জানা গেছে যে, Samsung Galaxy A34 এবং Galaxy A54 মডেল দুটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। তার মধ্যে Galaxy A34-এর ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের একটি তৃতীয় সেন্সর উপস্থিত থাকবে। আর Galaxy A54-এর ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে, স্যামসাং নতুন Galaxy A-সিরিজের এই ফোনগুলির লঞ্চের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি। তাই এই তথ্যগুলির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতেই হবে।

Show Full Article
Next Story