Samsung Galaxy A55 5G লঞ্চ হতে বেশি দেরি নেই, স্পেসিফিকেশনের পর এবার ছবি ফাঁস
Samsung Galaxy A-সিরিজের একাধিক মডেল খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। এগুলিকে নিয়ে ঘনঘন নানা তথ্য বিভিন্ন সূত্র মারফৎ উঠে...Samsung Galaxy A-সিরিজের একাধিক মডেল খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। এগুলিকে নিয়ে ঘনঘন নানা তথ্য বিভিন্ন সূত্র মারফৎ উঠে আসছে। সম্প্রতি Samsung Galaxy A35-এর লাইভ ছবি ফাঁস হয়েছে। আর এখন আসন্ন A-সিরিজের আরেকটি ফোনকে চীনের টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। যার নাম Samsung Galaxy A55 5G। ইতিমধ্যেই যাকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, Samsung Galaxy A55 5G এপ্রিল থেকে জুন মাসের মধ্যে অফিশিয়ালি লঞ্চ হতে পারে।
Samsung Galaxy A55 5G হাজির TENAA সাইটে
SM-A5560 মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনটি টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। প্ল্যাটফর্মে পোস্ট করা লাইভ ইমেজগুলি দেখিয়েছে যে, এতে বক্সি ফর্ম ফ্যাক্টর এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ এবং গ্যালাক্সি এ২৫-এর অনুরূপ ‘কী আইল্যান্ড’ থাকবে। এটি হল ফোনের ডান ফ্রেমে অবস্থিত একটি উত্থিত অংশ, যার মধ্যে পাওয়ার এবং ভলিউম রকার বাটনগুলি থাকে। গ্যালাক্সি এ৫৫ ৫জি-এর পিছনের প্যানেলে তিনটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা দেখা যাবে।
টেনা (TENAA) লিস্টিংয়ে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি-এর সম্পর্কে আর কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি। ডেটাবেসে প্রকাশিত লাইভ ইমেজগুলি প্রায় দুই মাস আগে ফাঁস হওয়া কম্পিউটার এডেড ডিজাইন (CAD)-ভিত্তিক রেন্ডারের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইতিমধ্যেই, ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC), চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) প্ল্যাটফর্ম থেকে জানা গেছে যে, গ্যালাক্সি এ৫৫ ৫জি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সম্প্রতি, Samsung Galaxy A55 5G গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে। এর লিস্টিং অনুসারে, এটি স্যামসাংয়ের নিজস্ব Exynos 1480 প্রসেসর দ্বারা চালিত হবে। তবে, এতে এএমডি (AMD) গ্রাফিক্স থাকতে পারে বা নাও থাকতে পারে। ফোনটি অন্তত ৮ জিবি র্যাম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।