৫ হাজার টাকার বেশি ছাড়ে Samsung Galaxy A55 5G ফোন, দুর্দান্ত ক্যামেরা সহ আছে ঝাক্কাস ফিচার

Samsung Galaxy A55 5G ফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

Ankita Mondal 15 Nov 2024 1:47 PM IST

আপনি যদি এই মুহূর্তে নতুন স্যামসাং ফোন কিনতে চান তাহলে সুখবর। অ্যামাজনে এখন দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডের একটি স্মার্টফোন ৫,০০০ টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে। আমরা কথা বলছি Samsung Galaxy A55 5G সম্পর্কে। এই ডিভাইসে আজ ৫০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, এক্সিনস ১৪৮০ প্রসেসর। এই ফোনের সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার দিচ্ছে অ্যামাজন। আসুন এখন স্যামসাং স্মার্টফোনটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A55 5G ফোনের সাথে ৫,০০০ টাকার বেশি ছাড়

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩৬,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে বর্তমানে অ্যামাজনে এটি ৫,২০৯ টাকা সস্তায় বিক্রি হচ্ছে। অর্থাৎ অ্যামাজনে এখন স্মার্টফোনটি ৩১,৭৯০ টাকায় তালিকাভুক্ত আছে।

আবার ক্রেতারা ব্যাঙ্ক অফারের ফায়দা নিতে পারবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কিনলে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। সাথে রয়েছে লোভনীয় এক্সচেঞ্জ অফার। পুরানো ফোন এক্সচেঞ্জ করে এটি কিনলে ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। তবে মনে রাখবেন পুরানো ডিভাইসের অবস্থা ও ব্র্যান্ডের উপর ভিত্তি করে এই ছাড়ের মূল্য নির্ধারণ করা হবে।

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাংয়ের এই ফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৪৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে, এই ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এছাড়া ডিভাইসটি আইপি৬৭ রেটিংয়ের সাথে এসেছে।

Show Full Article
Next Story