Samsung Galaxy A55 5G ফোনে থাকবে এই খাস প্রসেসর সহ ৮ জিবি র‌্যাম, আর কি কি জানা গেল

Samsung তাদের Galaxy A সিরিজের দুটি ফোনের উপর কাজ করছে, এই দুই ডিভাইস হল Galaxy A55 5G ও Galaxy A35 5G। ইতিমধ্যেই এদেরকে বিভিন্ন সার্টিফিকেশন…

Samsung তাদের Galaxy A সিরিজের দুটি ফোনের উপর কাজ করছে, এই দুই ডিভাইস হল Galaxy A55 5G ও Galaxy A35 5G। ইতিমধ্যেই এদেরকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখন আবার Samsung Galaxy A55 5G স্মার্টফোনকে গুগল প্লে কনসোলে (Google Play Console) খুঁজে পাওয়া গেল। আসুন এখান থেকে কি কি তথ্য প্রকশ্যে এল জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A55 5G অন্তর্ভুক্ত হল Google Play Console-এ

গুগল প্লে কনসোল থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের মডেল নম্বর SM-A556E। এতে স্যামসাং এক্সক্লিপস ৫৩০ জিপিইউ সহ এক্সিনস ১৪৮০ প্রসেসর ব্যবহার করা হবে। আবার এটি ৮ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। আর স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।

এদিকে ডিজাইনের কথা বললে, এ৫৫ মডেলটি গ্যালাক্সি এ৩৫ ৫জি এর মতো দেখতে হবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এদিকে Samsung Galaxy A55 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।