2029 সাল পর্যন্ত আপডেটের গ্যারান্টি, দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে চমকে দিল Samsung
দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে স্যামসাং ভারত সহ গ্লোবাল মার্কেটে তাদের A-সিরিজের বহু প্রতীক্ষিত স্মার্টফোন, Samsung Galaxy...দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে স্যামসাং ভারত সহ গ্লোবাল মার্কেটে তাদের A-সিরিজের বহু প্রতীক্ষিত স্মার্টফোন, Samsung Galaxy A55 এবং Samsung Galaxy A35 লঞ্চ করেছে। কোম্পানির এই দুই লেটেস্ট মিড-রেঞ্জ ফোন কোর স্পেসিফিকেশনের দিক থেকে প্রায় একইরকম, তবে কয়েকটি বৈশিষ্ট্যের কারণে স্বতন্ত্রতা বজায় রেখেছে। Galaxy A55 প্রিমিয়াম বিল্ড, তুলনামূলক শক্তিশালী চিপ এবং আরও ভাল ক্যামেরা সহ এসেছে। এতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1480 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চলুন Samsung Galaxy A55-এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy A55: স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ তার পূর্বসূরি গ্যালাক্সি এ৫৪-এর মতো অন্যান্য এ-সিরিজের ফোনের তুলনায় প্রিমিয়াম বিল্ড অফার করে। এতে গ্লাস ব্যাক এবং মেটালিক ফ্রেম বিদ্যমান। তবে, অন্যান্য নতুন এ-সিরিজের মডেলের মতো, এই ফোনটিতেও নতুন ‘কী-আইল্যান্ড’ ডিজাইন দেখা যায়। কী আইল্যান্ড হল ফ্রেমের বাঁদিকে অবস্থিত একটি উত্থিত অংশ, যার মধ্যে পাওয়ায় এবং ভলিউম বাটন অবস্থান করে।
স্যামসাং গ্যালাক্সি এ৫৫-এর সামনে, কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত ৬.৬ ইঞ্চির পাঞ্চ-হোল সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। প্যানেলটি ২,৩৪০ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি এএমডি আরডি এনএ২-ভিত্তিক এক্সক্লিপস ৫৩০ জিপিইউ সমন্বিত নতুন এক্সিনস ১৪৮০ প্রসেসর দ্বারা চালিত। এই চিপসেটটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত।
ফটোগ্রাফির ক্ষেত্রে, Samsung Galaxy A55-এর পিছনে ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করছে৷ আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।
এছাড়া, এই নতুন স্যামসাং ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৬.১ (One UI 6.1) কাস্টম স্কিনে রান করে। এটি চারটি মেজর ওএস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে। Samsung Galaxy A55 ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং প্রাপ্ত চ্যাসিস সহ এসেছে। এটি একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়েল স্টেরিও স্পিকারও অফার করে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
Samsung Galaxy A55-এর দাম ও লভ্যতা
Samsung Galaxy A55 চারটি আকর্ষণীয় কালারে বেছে নেওয়া যাবে, এগুলি হল - আইস ব্লু, লেমন, লাইল্যাক এবং নেভি। ইউরোপের বাজারে ফোনটির বেস ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৪৮০ ইউরো (প্রায় ৪৩,৫০০ টাকা)। এছাড়াও, ডিভাইসটি ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। ভারতের বাজারে দাম কত হবে, তা এখনও প্রকাশ করেনি স্যামসাং। আশা করা যায়, খুব শীঘ্রই এবিষয়ে ঘোষণা আসবে।