Samsung Galaxy A55 vs OnePlus 12R: দাম ও ফিচারের নিরিখে কোন ফোন সেরা দেখে নিন

Samsung Galaxy A55 vs OnePlus 12R : গত মার্চ মাসে ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Samsung Galaxy A55। এদেশে এর দাম 39,999...
SUMAN 1 April 2024 1:53 PM IST

Samsung Galaxy A55 vs OnePlus 12R : গত মার্চ মাসে ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Samsung Galaxy A55। এদেশে এর দাম 39,999 টাকা থেকে শুরু হচ্ছে। ফিচারের কথা বললে, স্মার্টফোনটি 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল, আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 256 জিবি পর্যন্ত স্টোরেজ, অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট ইত্যাদি সহ এসেছে। দেখতে গেলে গত 23শে জানুয়ারি একই প্রারম্ভিক মূল্য ও প্রায় অনুরূপ ফিচারের সাথে OnePlus 12R মডেলটি ভারতে লঞ্চ হয়। যেকারণে মনে করা হচ্ছে Samsung -এর লেটেস্ট 5জি হ্যান্ডসেটটি OnePlus ব্র্যান্ডের এই বিদ্যমান ফ্ল্যাগশিপ-কিলারের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। তাই এই মডেল দুটির মধ্যে কোনটি সেরা নির্ণয় করতে আজ আমরা Samsung Galaxy A55 এবং OnePlus 12R -এর মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

Samsung Galaxy A55 vs OnePlus 12R : দাম

এদেশে স্যামসাং গ্যালাক্সি এ55 স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। যার মধ্যে 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস মডেল 39,999 টাকায় কেনা যাবে। আবার উচ্চতর 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে যথাক্রমে 42,999 টাকা ও 46,999 টাকা। এটি - আইসব্লু, লিলাক, নেভি এবং যেমন কালারে এসেছে।

ভারতে ওয়ানপ্লাস 12আর স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে। এই দাম ডিভাইসটির 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। অন্যদিকে 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটি 45,999 টাকায় কেনা যাবে। এটি - আয়রন গ্রে এবং কুল ব্লু কালার বিকল্পে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy A55 vs OnePlus 12R : ডিসপ্লে, সেন্সর

অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে আসা স্যামসাং গ্যালাক্সি এ55 স্মার্টফোনে গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন সহ 6.6-ইঞ্চির ফুল এইচডি প্লাস S-AMOLED ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ওয়ানপ্লাস 12আর স্মার্টফোনে 6.78-ইঞ্চির 1.5কে (2780x1264 পিক্সেল) প্রোএক্সডিআর (ProXDR) এলটিপিও অ্যামোলেড টাচস্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120 হার্টজ এবং ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা মিলবে।

Samsung Galaxy A55 vs OnePlus 12R : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ভালো পারফরম্যান্স প্রদানের জন্য Samsung Galaxy A55 স্মার্টফোনে এক্সিনস 1480 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে সর্বোচ্চ 12 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ সংযুক্ত। যদিও মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ান ইউআই 6.1 কাস্টম স্কিনে রান করে। এই ফোনের সাথে চারটি সফ্টওয়্যার আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা।

OnePlus 12R ফোনে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 8 জেন 2 ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি রম পাওয়া যাবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14 কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। ওয়ানপ্লাস তাদের এই ফ্ল্যাগশিপ কিলারের সাথে চার বছরের সফ্টওয়্যার আপডেট অফার করছে।

Samsung Galaxy A55 vs OnePlus 12R : ক্যামেরা সেটআপ

Samsung Galaxy A55 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 5 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য নয়া OnePlus 12R ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। যাইহোক ডিভাইসের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

Samsung Galaxy A55 vs OnePlus 12R : ব্যাটারি

স্যামসাং ব্র্যান্ডের এই লেটেস্ট 5জি হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য 25 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ওয়ানপ্লাস 12আর ফোনে সামান্য বড় অর্থাৎ 5,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সমন্বিত রয়েছে, যা 100 ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে না।

Samsung Galaxy A55 vs OnePlus 12R : পরিমাপ ও রেটিং

স্যামসাং গ্যালাক্সি এ55 স্মার্টফোন IP67-রেটেড চ্যাসিস সহ এসেছে। এর পরিমাপ 161.1 x 77.4 x 8.2 মিমি এবং ওজন 213 গ্রাম।

ওয়ানপ্লাস 12আর জল ও ধুলো প্রতিরোধের জন্য IP64 রেটিং প্রাপ্ত। এর পরিমাপ 163.3x75.3x8.8 মিমি এবং ওজন 207 গ্রাম।

Show Full Article
Next Story