Samsung Galaxy A56 5G দেবে ফ্ল্যাগশিপ ফোনের মজা, লঞ্চের আগে 45W চার্জিং সহ উপস্থিত হল 3C সাইটে
Samsung Galaxy A56 5G চীনের থ্রিসি সার্টিফিকেশন সাইটে SM-A5660 মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। জানা গেছে এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Samsung Galaxy A56 5G স্মার্টফোনটি এবার বাজারে আসতে চলেছে। কিছুদিন আগে একে গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। জানা গিয়েছিল এতে এক্সিনস ১৫৮০ প্রসেসর, ৮ জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম অপারেটিং সিস্টেম থাকবে। আজ আবার Samsung Galaxy A56 5G চীনের 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এখান থেকে ডিভাইসটির চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে।
উল্লেখ্য, এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এর উত্তরসূরি হিসেবে আসবে। আশা করা যায় যে, এতে আরও অ্যাডভান্স ফাস্ট চার্জিং টেকনোলজি, আরও ভালো পারফরম্যান্স এবং সেরা ক্যামেরা অভিজ্ঞতা পাওয়া যাবে। চীনের সার্টিফিকেশন সাইট ও গিকবেঞ্চ লিস্টিং এমনটাই ইঙ্গিত দিচ্ছে। স্মার্টফোনটি মিড রেঞ্জে লঞ্চ হবে।
Samsung Galaxy A56 5G অন্তর্ভুক্ত হল 3C সার্টিফিকেশন সাইটে
স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি চীনের থ্রিসি সার্টিফিকেশন সাইটে SM-A5660 মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। জানা গেছে এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যেখানে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হয়েছিল। অর্থাৎ নতুন গ্যালাক্সি এ৫৬ ৫জি মডেলে আমরা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের মতো চার্জিং স্পিড পাবো। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলেও ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
তবে মনে রাখবেন, বাস্তবে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি ডিভাইসটি স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এর মতো দ্রুত চার্জ হবে কিনা তা এক্ষুনি বলা সম্ভব নয়। কারণ আপাতত আমরা সার্টিফিকেশন সাইটের তথ্য পেয়েছি। আর স্যামসাং যেহেতু গ্যালাক্সি এম ও এ সিরিজের স্মার্টফোনের সাথে চার্জার দেয় না, তাই ফাস্ট চার্জিংয়ের জন্য আলাদা ভাবে চার্জার কিনতে হবে ক্রেতাদের।
যাইহোক, আগেই বলেছি স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি স্মার্টফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্ক সাইটে উপস্থিত হয়েছিল। যেখানে এক্সিনস ১৫৮০ প্রসেসর সহ আসন্ন ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর চালিত ডিভাইসের মতো স্কোর করেছে। ফলে হ্যান্ডসেটটি দুর্দান্ত পারফরম্যান্স অফার করবে। ক্যামেরার কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল। আর সামনে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।
আশা করা যায় ফোনটি আগামী বছরে অর্থাৎ ২০২৫ সালের শুরুতে লঞ্চ হতে পারে। গ্যালাক্সি এস২৫ সিরিজের পরে এটি বাজারে আসতে পারে। যেহেতু গ্যালাক্সি এ৫৫ ৫জি এর দাম শুরু হয়েছিল ৩৯,৯৯৯ টাকা থেকে, তাই স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি এর দাম শুরু হতে পারে ৪৫,০০০ টাকা থেকে।
Samsung Galaxy A56 5G চীনের থ্রিসি সার্টিফিকেশন সাইটে SM-A5660 মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। জানা গেছে এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।