পারফরম্যান্সে বিরাট আপগ্রেড, Samsung Galaxy A56 স্পিডে পিছনে ফেলবে অন্যদের

স্যামসাং এবছরের মার্চে মাসে Samsung Galaxy A55 লঞ্চ করেছে। তবে কোম্পানি ইতিমধ্যে এর উত্তরসূরি, Samsung Galaxy A56 ফোনটিকে নিয়ে কাজ করছে বলে জানা গেছে। আর…

Samsung Galaxy A56 May Offer Significant Performance Upgrade Over Galaxy A55

স্যামসাং এবছরের মার্চে মাসে Samsung Galaxy A55 লঞ্চ করেছে। তবে কোম্পানি ইতিমধ্যে এর উত্তরসূরি, Samsung Galaxy A56 ফোনটিকে নিয়ে কাজ করছে বলে জানা গেছে। আর এখন ফোনটিকে আইএমইআই (IMEI) ডেটাবেসে ‘Galaxy A56 5G’ মডেল নেম এবং SM-A566B/DS মডেল নম্বর সহ দেখা গেছে, যা ইঙ্গিত যে ফোনটির ওপর কাজ চলছে। এর পাশাপাশি ফোনটিতে থাকা চিপসেট সর্ম্পকে জানা গেছে।

Samsung Galaxy A56 ফোনে ব্যবহৃত চিপসেটের বিবরণ (সম্ভাব্য):

স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনে নতুন এক্সিনস ১৫৮০ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। স্যামসাং কমিউনিটির মতে, এই চিপসেটে কর্টেক্স-এ৭২০ এবং কর্টেক্স-এ৫২০ কোর সহ একটি শক্তিশালী আর্কিটেকচার রয়েছে। গ্রাফিক্সের জন্য, এটি উন্নত এক্সক্লিপস ৫৪০ জিপিইউ-এর সাথে যুক্ত। এছাড়াও, এক্সিনস ১৫৮০-তে একটি আপগ্রেডেড এনপিইউ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা গ্যালাক্সি এআই-কে পরিচালনা করতে এবং এই দিকটিতে ফ্ল্যাগশিপ এক্সিনস ২১০০-কে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। তবে, এর সামগ্রিক ক্ষমতা সম্পর্কে কোনও সিদ্ধান্তে আসার আগে চিপসেটটি বাস্তবে কেমন কাজ করে সেটা দেখতে হবে।

চিপসেটটিকে এর আগে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসে দেখা গিয়েছিল, যা সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১,০৪৬ এবং ৩,৫৭৮ পয়েন্ট স্কোর করেছে। এটি যে ডিভাইসে চলছিল তা অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে রান করে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে আরও জানা গেছে যে প্রসেসরটিতে একটি ১+৩+৪ আর্কিটেকচার থাকবে, যা ৪+৪ আর্কিটেকচার-ভিত্তিক পূর্বসূরি এক্সিনস ১৪৮০ চিপসেটের তুলনায় পারফরম্যান্স আপগ্রেড পাবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy A56 ফোনের অন্যান্য দিকগুলি সম্পর্কে এখনও সেভাবে কোনও তথ্য সামনে আসেনি, তবে এটি থেকে কি কি আশা করা যায় সে সম্পর্কে ধারণা পেতে এর পূর্বসূরির বৈশিষ্ট্যগুলি দেখা যেতে পারে।

বর্তমান প্রজন্মের Samsung Galaxy A55 ফোনে ৬.৬ ইঞ্চির ফুলএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১,০০০ নিট ব্রাইটনেস (HBM) সাপোর্ট করে। এটি চার বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে বলে কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy A55 ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে একটি ১২ মেগাপিক্সেলের এবং একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে এবং এটি উপযুক্ত ফটো এবং ভিডিও কোয়ালিটি অফার করে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A55 হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন