অবশেষে নতুন ডিজাইন সহ আসছে Samsung Galaxy A56, পারফরম্যান্সে টেক্কা দেবে ফ্ল্যাগশিপ ফোনকে

স্যামসাং ২০২৫ সালের শুরুর দিকে Samsung Galaxy A56 স্মার্টফোনটি লঞ্চ করার পরিকল্পনা করছে। উন্মোচনের আগে এখন ফোনটির রেন্ডার ফাঁস হয়েছে, যা এর পরিবর্তিত রিয়ার ডিজাইন তুলে ধরেছে।

Ananya Sarkar 26 Nov 2024 1:58 PM IST

স্যামসাং আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে তাদের এ সিরিজের অধীনে Samsung Galaxy A56 স্মার্টফোনটিকে বাজারে আনবে। লঞ্চের আগে এখন এই হ্যান্ডসেটটিকে কম্পিউটার এডেড ডিজাইন (CAD)-ভিত্তিক রেন্ডারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে‌। যদিও এখনও নিঃসন্দেহে এটিকে একটি স্যামসাং ডিভাইসের মতোই দেখতে লাগছে, তবে রেন্ডার অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এ৫৬ তার পূর্বসূরি গ্যালাক্সি এ৫৫ সিরিজের থেকে বিশেষ করে ক্যামেরা ডিজাইনে উল্লেখযোগ্যভাবে আলাদা হবে। আসুন আসন্ন ফোনটিকে কেমন দেখতে, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সামনে এল Samsung Galaxy A56 ফোনের নতুন ডিজাইন

ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনের সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তন হল রিডিজাইন করা ক্যামেরা আইল্যান্ড। পূর্ববর্তী এ-সিরিজের মডেলগুলিতে দেখা পৃথক মিনি-আইল্যান্ডগুলির মতো, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ একটি বড়, কালো, পিল-আকৃতির মডিউল বেছে নিয়েছে, যেটিতে তিনটি ক্যামেরা রয়েছে। এই পরিবর্তনটি শুধুমাত্র একটি স্বতন্ত্র ডিজাইনই তুলে ধরবে না, তারসাথে একটি উল্লেখযোগ্য ক্যামেরা বাম্পও যোগ করবে, যা স্যামসাং গ্যালাক্সি এ৫৫-এর তুলনায় আরও আকর্ষণীয় দেখাবে।

এছাড়াও, হ্যান্ডসেটের নীচের বেজেলটি কিছুটা পাতলা বলে মনে করা হচ্ছে। আরেকটি মূল ডিজাইন আপডেট দেখা যাবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার সমন্বিত উত্থাপিত মিড ফ্রেমের অংশে বা "কী আইল্যান্ডে", যেটিতে এখন নতুন নান্দনিকতা যুক্ত হয়েছে। সামগ্রিকভাবে, গ্যালাক্সি এ৫৬ সাধারণ এ-সিরিজের ডিজাইন ল্যাংগুয়েজ থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে, যা এটিকে স্যামসাংয়ের প্রিমিয়াম এস-সিরিজের ফোনগুলির থেকে আলাদা করবে।

এই পদক্ষেপটি কোম্পানির ইচ্ছাকৃত বলে মনে হচ্ছে, কারণ স্যামসাংয়ের বাজেট রেঞ্জের এ-সিরিজের ডিভাইসগুলি এর ফ্ল্যাগশিপ লাইনআপের সাথে খুবই সাদৃশ্যপূর্ণ ছিল। যদি সাম্প্রতিক স্যামসাং গ্যালাক্সি এস২৫ সম্পর্কিত তথ্যগুলি সঠিক প্রমাণিত হয়, তাহলে এস-সিরিজটি পৃথক ক্যামেরা মডিউলের ডিজাইন বজায় রাখবে, যা আরও বেশি করে মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পার্থক্যের ওপর জোর দেবে। তবে এটা মনে রাখতে হবে যে, এই রেন্ডারগুলি চূড়ান্ত ডিজাইনের বিবরণ সম্পূর্ণরূপে তুলে ধরতে পারে না। তাই আসলে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনের ডিজাইন কেমন হবে, তা জানতে অফিসিয়াল টিজারের ওপর নির্ভর করাই শ্রেয়।

পরিবর্তিত ডিজাইন ছাড়াও, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ বেশ কয়েকটি উল্লেখযোগ্য আপগ্রেড সহ আসবে বলে শোনা যাচ্ছে, যা একটি মিড-রেঞ্জ ডিভাইসের প্রতিযোগী হয়ে উঠবে। আগের একটি রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে একটি ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, যা পূর্বসূরির তুলনায় উন্নত কর্মক্ষমতা সহ আসবে বলে শোনা যাচ্ছে। এতে ৩৫ ওয়াট ওয়্যার্ড চার্জিংও সাপোর্ট করবে, যা বেশিরভাগ এ-সিরিজ মডেলে থাকা ২৫ ওয়াট চার্জিং থেকে একটি উল্লেখযোগ্য আপগ্রেড, যা আরও দ্রুত রিচার্জ নিশ্চিত করে।

পারফরম্যান্সের জন্য, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনটি কোম্পানির নিজস্ব এক্সিনস ১৫৮০ চিপসেটের সাথে আত্মপ্রকাশ করবে, যা স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা মডেলে থাকা ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৮৮-এর সমান পারফরম্যান্স প্রদান করবে। গ্যালাক্সি এ৫৫-এর রিলিজ সাইকেল অনুসরণ করে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ আগামী বছর মার্চ মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story