Samsung-এর বাম্পার অফার! অর্ধেক দামে মিলছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত 5G ফোন
সপ্তাহ ঘুরলেই দীপাবলি – বাঙালিদের জন্য কালীপুজো, আবার ভারতের অন্যান্য অঞ্চলের বসবাসকারীদের জন্য আলোর উৎসব 'দিওয়ালি'।...সপ্তাহ ঘুরলেই দীপাবলি – বাঙালিদের জন্য কালীপুজো, আবার ভারতের অন্যান্য অঞ্চলের বসবাসকারীদের জন্য আলোর উৎসব 'দিওয়ালি'। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে বিশেষ সাশ্রয়ী অফারে একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে এখন আপনার জন্য রয়েছে একটি দারুণ বিকল্প! আসলে এই উৎসবের মরসুমে Samsung নিয়ে এসেছে দারুণ এক অফার, যার অধীনে ব্যান্ডের ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত Samsung Galaxy A73 5G ফোনের ওপর মিলবে ২৩,০০০ টাকা পর্যন্ত ছাড়। হ্যাঁ ঠিকই পড়েছেন। তবে ফ্ল্যাগশিপ রেঞ্জের এই স্মার্টফোনটিতে উল্লিখিত ছাড় যে ফ্ল্যাট ডিসকাউন্ট হিসেবে পাওয়া যাবে তা নয়।
এইভাবে Samsung Galaxy A73 5G ফোন কিনলে হবে ২৩,০০০ টাকা সাশ্রয়
প্রথমেই বলে রাখি, স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনের ৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। তবে কোম্পানির ওয়েবসাইটে এখন এই ফোনে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আপনি কোনো পুরনো ফোন এক্সচেঞ্জ করে গ্যালাক্সি এ৭৩ ৫জি কিনতে পারেন ২৪,৯৯৯ টাকায়; তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, এক্সচেঞ্জ ভ্যালুর মান নির্ভর করবে পুরনো ফোনের অবস্থার ওপর। তবে এখানেই অফারের শেষ নয়! একই সময়ে, আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে আপনি ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পাবেন। সব মিলিয়ে আপনার কাছে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোন ২১,৯৯৯ টাকায় কেনার সুযোগ থাকবে।
Samsung Galaxy A73 5G ফোনের স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশনসহ ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশন) ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনে পাওয়া যায়, যেখানে প্রসেসর হিসেবে উপলব্ধ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। এক্ষেত্রে পাওয়ারের জন্য এই স্যামসাং স্মার্টফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। অন্যদিকে সফ্টওয়্যার হিসেবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ানইউআই ৪.১ ওএস।
ফটোগ্রাফির জন্যও স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে রয়েছে ধামাকাদার ফিচার। যেমন এর রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সম্বলিত কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। একইভাবে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।