গ্লোবাল মার্কেটের পর Samsung Galaxy Buds 2 Pro এবার ভারতে লঞ্চ হল, কাল থেকে শুরু প্রি-অর্ডার
গত ১০ই আগস্ট অনুষ্ঠিত 'Galaxy Unpacked' ইভেন্ট চলাকালীন Samsung, Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4 ফোল্ডেবল স্মার্টফোনের...গত ১০ই আগস্ট অনুষ্ঠিত 'Galaxy Unpacked' ইভেন্ট চলাকালীন Samsung, Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4 ফোল্ডেবল স্মার্টফোনের পাশাপাশি Galaxy Watch 5 সিরিজ ও Galaxy Buds 2 Pro ইয়ারবাডস লঞ্চ করে। আর আজ (১৫ই আগস্ট) অর্থাৎ ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসের দিন আলোচ্য অডিও ডিভাইসটিকে ভারতীয় গ্রাহক-বেসের জন্যও আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল করা হল। শুধু তাই নয়, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার ও ইন-ইয়ার ডিজাইনের সাথে আসা এই লেটেস্ট ইয়ারবাডের প্রি-অর্ডারের কার্যক্রমও আগামীকাল থেকে লাইভ করে দেওয়া হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। সর্বোপরি, প্রত্যেক আগাম অর্ডারকারীদের জন্য একাধিক লোভনীয় অফারও উপলব্ধ করেছে Samsung। চলুন সদ্য আগত Samsung Galaxy Buds 2 Pro -এর দাম, প্রাপ্যতা, অফার এবং ফিচারের বিশদ দেখে নেওয়া যাক এবার।
ভারতে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো -এর দাম, প্রাপ্যতা ও অফার (Samsung Galaxy Buds 2 Pro price, availability & offers in India)
ভারতে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ইয়ারবাডের দাম ১৭,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি গ্রাফাইট, হোয়াইট এবং বোরা পার্পেল কালার ভ্যারিয়েন্টে এসেছে।
এই অডিও ডিভাইসকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com) সহ যাবতীয় শীর্ষস্থানীয় অনলাইন এবং অফলাইন রিটেল বিক্রেতাদের মাধ্যমে আগামীকাল অর্থাৎ ১৬ই আগস্ট দেশে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ করা হবে।
এক্ষেত্রে প্রি-বুকিংকারীরা একাধিক অফারের লাভ ওঠাতে পারবেন। যেমন, যেকোনো নেতৃস্থানীয় ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে গ্যালাক্সি বাডস ২ প্রো কিনলে ফ্লাট ৩,০০০ টাকার ক্যাশব্যাক অফার করা হবে। যারপর, আলোচ্য ডিভাইসকে ন্যূনতম ১৪,৯৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে। আবার, ২,৯৯৯ টাকা মূল্যের স্যামসাং ওয়্যারলেস চার্জার প্যাডকে ছাড়ের সাথে মাত্র ৪৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন আপনারা। এছাড়া, ইজি ফিনান্স বিকল্প এবং ৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের লাভও ওঠানো যাবে।
স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো -এর স্পেসিফিকেশন ও ফিচার (Samsung Galaxy Buds 2 Pro specifications & features)
স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো মডেলটি পূর্বসূরির ন্যায় ইন-ইয়ার ডিজাইন সহ এসেছে। উন্নততর নয়েজ আইসোলেশন এবং কানে ভালোভাবে ফিট হওয়ানোর জন্য এতে সিলিকন ইয়ারটিপ ব্যবহার করা হয়েছে। তদুপরি সংস্থার দাবি অনুসারে, আলোচ্য অডিও ডিভাইসে উপলব্ধ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার ৩৩ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম। এমনকি, ইয়ারফোনটি ট্রান্সপারেন্সি মোড এবং ব্লুটুথ ৫.৩ ভার্সনও সাপোর্ট করবে।
অন্যদিকে, দুর্দান্ত সাউন্ড সরবরাহের জন্য Samsung Galaxy Buds 2 Pro ইয়ারফোনে দেওয়া হয়েছে ১০ মিমি দৈর্ঘ্যের ড্রাইভার। ফলে প্রত্যেকটি বাড ২৪ বিট হাই-ফাই সাউন্ড কোয়ালিটি অফার করবে। আবার রিয়ালিস্টিক তথা সিনেমাটিক মানের সাউন্ড এক্সপিরিয়েন্স প্রদানের জন্য এতে - ডলবি হেড ট্র্যাকিং টেকনোলজি সমর্থিত ৩৬০-ডিগ্রী অডিও ফিচার ব্যবহার করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডের নয়েজ-বিহীন পরিষ্কার সাউন্ড শোনার জন্য ডিভাইসের বাইরের দিকে দুটি এবং ভেতরের দিকে একটি মাইক্রোফোন বর্তমান।
স্যামসাং বিকশিত এই ইয়ারফোনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এটি ব্যবহারকারীর ভয়েস সনাক্তকরণ করতে সক্ষম। অর্থাৎ ইয়ারফোনে থাকা ভয়েস ডিটেক্ট ফিচার, ব্যবহারকারী কথা বলতে শুরু করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে ভলিউম নিয়ন্ত্রণ করবে এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) মোড আপনা থেকে অ্যাম্বিয়েন্ট মোডে পরিবর্তিত হয়ে যাবে।
Samsung Galaxy Buds 2 Pro ইয়ারবাডটি একক চার্জে ও ANC ফিচার অফ থাকাকালীন ৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। উপরন্তু, চার্জিং কেস সহ ২৯ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। আবার এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ৫ মিনিট চার্জে ৫৫ মিনিট পর্যন্ত মিউজিক প্লেব্যাক অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। সর্বোপরি, ইয়ারফোনটি জলরোধী IPX7 রেটিং প্রাপ্ত।