Samsung Galaxy Buds 2 Pro জলরোধী ডিজাইন ও ৩৭ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল

ভারতে আত্মপ্রকাশ করলো Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ ইয়ারবাড, যার নাম Samsung Galaxy Buds 2 Pro। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন...
techgup 12 Aug 2022 12:26 AM IST

ভারতে আত্মপ্রকাশ করলো Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ ইয়ারবাড, যার নাম Samsung Galaxy Buds 2 Pro। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারসহ আসা নতুন এই ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ড্রাইভার। তাছাড়া এটি ব্যবহারকারীর ভয়েস সনাক্তকরণ করতে পারবে। শুধু তাই নয়, ইয়ারফোনটির মাধ্যমে সিনেমাটিক এবং রিয়ালিস্টিক সাউন্ড এক্সপেরিয়েন্স উপভোগ করা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক নতুন Samsung Galaxy Buds 2 Pro ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Samsung Galaxy Buds 2 Pro ইয়ারবাডের দাম ও লভ্যতা

বিশ্ব বাজারে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২২৯ ডলার (প্রায় ১৮,২০০ টাকা)। জেনিথ হোয়াইট, জেনিথ গ্রে এবং বোরা পার্পেল এই তিনটি কালারে আগামী ২৬ আগস্ট থেকে এর বিক্রি শুরু হবে।

Samsung Galaxy Buds 2 Pro ইয়ারবাডের স্পেসিফিকেশন

নতুন স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ইয়ারফোনটি ইন-ইয়ার ডিজাইনের সাথে এসেছে, যা এর পূর্বসূরি সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাছাড়া উন্নততর নয়েজ আইসোলেশন এবং কানে ভালোভাবে আটকে রাখার জন্য এতে দেওয়া হয়েছে সিলিকনের ইয়ারটিপ। সংস্থাটি দাবি করেছে, এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ৩৩ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম। এমনকি ইয়ারফোনটি ট্রান্সফারেন্সি মোড সাপোর্ট করবে। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.৩।

অন্যদিকে, গ্যালাক্সি বাডস ২ প্রো ইয়ারফোনে দেওয়া হয়েছে ১০ এমএম ড্রাইভার। ফলে প্রত্যেকটি বাড ২৪ বিট হাই -ফাই সাউন্ড কোয়ালিটি অফার করবে। এমনকি রিয়ালিস্টিক সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য এটি ৩৬০ ডিগ্রী অডিও সাপোর্টসহ এসেছে। তাছাড়া সিনেমাটিক সাউন্ড এক্সপেরিয়েন্স অফার করার জন্য এতে থাকছে ডলবি হেড ট্রাকিং টেকনোলজি। উপরন্তু ব্যাকগ্রাউন্ডের কোনোরকম নয়েজ ছাড়া পরিষ্কার সাউন্ড শোনার জন্য এর বাইরের দিকে দুটি এবং ভেতরের দিকে একটি মাইক্রোফোন বর্তমান।

ইয়ারফোনটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি ব্যবহারকারীর ভয়েস সনাক্তকরণ করতে পারবে অর্থাৎ ইয়ারফোনটি চলাকালীন যদি ব্যবহারকারী কথা বলতে শুরু করে তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে ভলিউম নিয়ন্ত্রণ করবে এবং এর এএনসি মোড থেকে অ্যাম্বিয়েন্ট মোডে পরিবর্তিত হয়ে যাবে।

এবার আলোচনা করা যাক Samsung Galaxy Buds 2 Pro ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি এএনসি ফিচার বন্ধ থাকাকালীন ৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। উপরন্তু চার্জিং কেস সহ ২৯ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ৫ মিনিট চার্জে ৫৫ মিনিট পর্যন্ত এতে গান শোনা যাবে। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি IPX7 রেটিং প্রাপ্ত।

Show Full Article
Next Story