ডিজাইন সবার নজর কাড়বে, Samsung Galaxy C55-এর ছবি লঞ্চের আগেই ফাঁস

স্যামসাং (Samsung) বর্তমানে চীনের বাজারে SM-C5560 মডেল নম্বরের অধীনে একটি নতুন C-সিরিজ ফোন তৈরি করছে, যার নাম Samsung...
Ananya Sarkar 22 April 2024 6:18 PM IST

স্যামসাং (Samsung) বর্তমানে চীনের বাজারে SM-C5560 মডেল নম্বরের অধীনে একটি নতুন C-সিরিজ ফোন তৈরি করছে, যার নাম Samsung Galaxy C55। হ্যান্ডসেটটি সম্প্রতি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম এবং গিকবেঞ্চ (Geekbench)-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। আর এখন Samsung Galaxy C55-কে চীনের কিছু অফলাইন স্টোরে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে যে, চলতি মাস শেষ হওয়ার আগেই ডিভাইসটি বাজারে কেনার জন্য উপলব্ধ হবে।

Samsung Galaxy C55-এর রিয়েল লাইফ ইমেজ

কিছু ছবি প্রকাশ্যে এসেছে, যেগুলিতে স্যামসাং গ্যালাক্সি সি55 ফোনটিকে চীনের অফলাইন স্টোরে ডিসপ্লে করা অবস্থায় দেখা যাচ্ছে। এই ছবিগুলি ইঙ্গিত করেছে যে, গ্যালাক্সি সি-সিরিজের নতুন ফোনটি নিদেনপক্ষে ব্ল্যাক এবং অরেঞ্জ - এই দুই কালার অপশনে পাওয়া যাবে। ছবিগুলি দেখিয়েছে যে, উভয় ভ্যারিয়েন্টেই স্টিচড প্লেইন লেদার ডিজাইন রয়েছে৷ অনুমান করা হচ্ছে যে, স্যামসাং গ্যালাক্সি সি55 হবে গ্যালাক্সি এম55-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ, যা বর্তমানে ভারতে অ্যামাজন (Amazon)-এর সাইটে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।

Samsung Galaxy C55-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি সি55-এ 6.7 ইঞ্চির এস-অ্যামোলেড (S-AMOLED) ডিসপ্লে থাকবে যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য, ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেটটি ব্যবহৃত হবে, যা 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy C55-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের দুটি সেকেন্ডারি সেন্সর যুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Galaxy C55-এ 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় 5,000 এমএএইচ ব্যাটারি মিলবে।

উল্লেখ্য, কিছু চীনা টেক ব্লগার দাবি করেছেন যে, Samsung Galaxy C55 ফোনটি চীনে আগামী 26 এপ্রিল আত্মপ্রকাশ করবে। আর 28 এপ্রিল থেকে এটির সরবরাহ শুরু হতে পারে। তবে, স্যামসাং এখনও C55-এর আগমন সর্ম্পকে আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি। তবে এটি দুটি অপশনে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে, এর মধ্যে বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটি 1,999 ইউয়ান (প্রায় 23,000 টাকা) মূল্যে পাওয়া যাবে। আর উচ্চতর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটির দাম হবে 2,299 ইউয়ান (প্রায় 27,000 টাকা)।

Show Full Article
Next Story