পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে Samsung Galaxy F06, লঞ্চের আগে ক্যামেরা ও ব্যাটারি সহ বিভিন্ন ফিচার ফাঁস

Samsung Galaxy F06 Colour - স্যামসাং গ্যালাক্সি F06 পাঁচটি কালার ভ্যারিয়েন্টে আসবে: যা অরেঞ্জ, ডিপ গ্রীন, ব্ল্যাক, ব্লু ও পার্পেল হতে পারে।

Ankita Mondal 18 Dec 2024 7:45 PM IST

শীঘ্রই এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে বাজারে আসছে Samsung Galaxy F06। এতে নতুন ডিজাইনে দেখা যাবে। সম্প্রতি এর রেন্ডার ফাঁস হয়েছে। এই রেন্ডার অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি F06 নতুন ব্যাক প্যানেল ডিজাইনের সাথে আসবে। আবার মাইস্মার্টপ্রাইস একটি রিপোর্টে ফোনটির কালার ভ্যারিয়েন্ট ও স্পেসিফিকেশন ফাঁস করেছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F06 এর কালার

ফাঁস হওয়া রেন্ডার থেকে জানা গেছে স্যামসাং গ্যালাক্সি F06 পাঁচটি কালার ভ্যারিয়েন্টে আসবে: যা অরেঞ্জ, ডিপ গ্রীন, ব্ল্যাক, ব্লু ও পার্পেল হতে পারে। আর এই কালারগুলির আকর্ষণীয় নাম রাখবে স্যামসাং, যা এখনো অজানা। আর অনুমান করা হচ্ছে আসন্ন গ্যালাক্সি এফ ডিভাইসটি গ্যালাক্সি A06 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে। রেন্ডারে দেখা গেছে F06 এর ক্যামেরা সেটআপ গ্যালাক্সি F36-এর মতো হবে।

Samsung Galaxy F06 এর ফিচার (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এফ06 ফোনের স্পেসিফিকেশন কিছুটা এমন হতে পারে -

ডিসপ্লে: গ্যালাক্সি F06 এইচডি + (720P) রেজোলিউশন এবং টিয়ারড্রপ-নচ ডিজাইন সহ আসবে। এটি 6.7-ইঞ্চি এলসিডি স্ক্রিন হবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরা: গ্যালাক্সি F06 ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর এর সামনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি এবং চার্জিং: এই স্যামসাং ফোনটি 25W ওয়্যার্ড চার্জিং সহ 5,000mAh ব্যাটারির সাথে আসবে।

পোর্ট এবং স্টোরেজ: গ্যালাক্সি F06 একটি ইউএসবি টাইপ-সি 2.0 পোর্ট এবং একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট সহ লঞ্চ হবে।

Show Full Article
Next Story