মাত্র 7 হাজারে Samsung-এর ফোন! সারাক্ষণ ঘাঁটলেও চার্জ শেষ হবেনা, আছে 50MP ক্যামেরাও
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলি সেল দিচ্ছে আজ পাঁচদিন হল, দেখতে দেখতে বছরের এই প্রথম বড়...প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলি সেল দিচ্ছে আজ পাঁচদিন হল, দেখতে দেখতে বছরের এই প্রথম বড় বিক্রয়পর্বগুলি প্রায় শেষের মুখে পৌঁছেছে। সেক্ষেত্রে এইসব সেলের অফারের মাঝে আপনি যদি ১০ হাজার টাকা বাজেটে একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে Amazon, Flipkart-এর বদলে Samsung কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট আপনার জন্য সঠিক গন্তব্য হবে। কারণ বর্তমানে ব্র্যান্ডের দুর্দান্ত ফিচারওয়ালা ফোন Samsung Galaxy F13, তাদের নিজস্ব ওয়েবসাইটে দারুণ সস্তায় পাওয়া যাচ্ছে – আপনি এটি ৭ হাজার টাকার কমে কিনতে পারবেন। কীভাবে? আসুন তবে জেনে নিই, Samsung Galaxy F13-তে উপলব্ধ অফার এবং এতে কী কী ফিচার আছে তাও এক নজরে দেখে নেওয়া যাক…
দারুণ ছাড়ে Samsung Galaxy F13 ফোন বেচছে খোদ কোম্পানি, দেখুন দাম
স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনটি ১১,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, কিন্তু এখন এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে অফারে ৭,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে কিছু অতিরিক্ত অফারও আছে, যা বাজেট স্মার্টফোনটির দাম আরও কমিয়ে দেবে। যেমন, আপনি স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক (Samsung Axis Bank) ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনের দাম পেমেন্ট করলে ১০% ছাড় পাবেন। আবার মোবিকুইক (MobiKwik) প্ল্যাটফর্ম দিয়ে পেমেন্ট করলে মিলবে ১৫% ক্যাশব্যাক।
Samsung Galaxy F13-এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এফ১৩ স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০৮ পিক্সেল) পিএলএস এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব এক্সিনস ৮৫০ প্রসেসর, যার সাথে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। আবার মেমরি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ আরও খানিকটা বাড়াতে পারবেন। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে মিলবে ১৫ ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি।
এছাড়াও ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। সফ্টওয়্যার ফ্রন্টে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১২ ওএস। এক্ষেত্রে সিকিউরিটির জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।