10 হাজার টাকার কমে মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে এই ফোন, 50MP ক্যামেরাসহ রয়েছে 6000mAh ব্যাটারি

ভারতের স্মার্টফোন বাজারে বিগত কয়েক বছর ধরে চীনা ব্র্যান্ডগুলি রমরমিয়ে ব্যবসা করে চলেছে; কম দামে বেশি এবং আকর্ষণীয়...
Anwesha Nandi 17 Dec 2022 8:32 PM IST

ভারতের স্মার্টফোন বাজারে বিগত কয়েক বছর ধরে চীনা ব্র্যান্ডগুলি রমরমিয়ে ব্যবসা করে চলেছে; কম দামে বেশি এবং আকর্ষণীয় ফিচার অফার মেলায় Xiaomi, Vivo, Realme-র হ্যান্ডসেটই বেছে নিচ্ছেন এদেশের অধিকাংশ মানুষ। তবে এসবের চক্করে বাজারের অন্যতম পুরোনো মোবাইল কোম্পানি Samsung যে অন্তরালে চলে গেছে, তা নয়! বরঞ্চ বিশ্বের ১ নম্বর এই হ্যান্ডসেট ব্র্যান্ডটি Xiaomi, Vivo-র মত চীনা ব্র্যান্ডগুলির সাথে পায়ে পা মিলিয়ে ভারতীয় ক্রেতাদের মন জোগাচ্ছে। এমনকি সংস্থার বাজেট রেঞ্জের একটি স্মার্টফোন সম্প্রতি একটি নতুন রেকর্ডও গড়েছে। হ্যাঁ ঠিকই পড়েছেন! সম্প্রতি জানা গিয়েছে যে, Samsung-এর বাজেট রেঞ্জের ফোন Samsung Galaxy F13 বর্তমানে Flipkart-এ ১১,০০০ টাকা দামে রেঞ্জে উপলব্ধ ফোনগুলির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। সোজা কথায় বললে Samsung Galaxy F13, ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ সবচেয়ে বেশি বিক্রিত বাজেট স্মার্টফোন যা প্রায় ১ লাখ কাস্টমার রেটিং এবং ৫,৪৬৭টি রিভিউ পেয়েছে। শুধু তাই নয়, গুণমান এবং পরিষেবার নিরিখে এই ফোনের স্টার রেটিং ৪.৪।

Samsung Galaxy F13-এর স্পেসিফিকেশন

এতদূর পর্যন্ত পড়ে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনে এমন কী বিশেষ ফিচার আছে, যার কারণে এটি এত বেশি মানুষ কিনেছেন? সেক্ষেত্রে বলি, এই স্যামসাং ফোনে আছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশনসহ ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে যাতে খুব সহজেই পছন্দের ভিডিও উপভোগ করা যাবে। অন্যদিকে ফোনটি এক্সিনস ৮৫০ (Exynos 850) প্রসেসর দ্বারা চালিত হবে, যেখানে সফ্টওয়্যার হিসেবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২ ওএস। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য গ্যালাক্সি এফ১৩ মডেল ১৫ ওয়াট স্ট্যান্ডার্ড চার্জিং প্রযুক্তির সাথে ৬,০০০ এমএএইচের দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে। এছাড়াও ফোনটিতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ফটোগ্রাফির ক্ষেত্রেও স্যামসাং গ্যালাক্সি এফ১৩ কোনোভাবে আপনাদের নিরাশ করবেনা, কারণ এতে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যান্য ফিচারের কথা বললে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নক্স (Knox) সিকিউরিটি ইত্যাদি বিকল্পও পাওয়া যাবে।

Samsung Galaxy F13-এর দাম, প্রাপ্যতা

স্যামসাং গ্যালাক্সি এফ১৩-এর আসল দাম এমনিতে ১৪,৯৯৯ টাকা, তবে এই মুহূর্তে এটি ফ্লিপকার্টে মাত্র ৯,৬৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার যদি কারো কাছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড থাকে তাহলে তারা কেনাকাটায় ৫% ক্যাশব্যাকও পেতে পারেন।

Show Full Article
Next Story