ব্যাটারি বা ক্যামেরা, প্রতিটি ক্ষেত্রেই চমক দেবে Samsung Galaxy F14 5G, লঞ্চের আগে দাম ফাঁস হল
স্যামসাং (Samsung) বর্তমানে ভারতীয় বাজারে একটি নতুন F-সিরিজ স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার নাম Galaxy...স্যামসাং (Samsung) বর্তমানে ভারতীয় বাজারে একটি নতুন F-সিরিজ স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার নাম Galaxy F14 5G। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, এটি এদেশে আগামী ২৪ মার্চ আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগে, স্যামসাং ইতিমধ্যেই ফ্লিপকার্ট (Flipkart)-এর একটি মাইক্রো-সাইটের মাধ্যমে আসন্ন Galaxy F14 5G-এর কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আর এখন এক স্বনামধন্য টিপস্টার ভারতে এই F-সিরিজের ফোনটির দাম প্রকাশ্যে এনেছেন। দামের পাশাপাশি, তিনিও মূল স্পেসিফিকেশনগুলিও প্রকাশ করেছেন।
প্রকাশ্যে এল Samsung Galaxy F14 5G-এর ভারতীয় মূল্য ও কিছু মূল বৈশিষ্ট্য
টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে, ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি-এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ম্যাক্সিমাম রিটেল প্রাইস দাম রাখা হবে প্রায় ১৭,৯৯৯ টাকা। তবে এটি ১৪,০০০ টাকা বা ১৫,০০০ টাকায় কেনার জন্য উপলব্ধ হবে৷ আগেই উল্লেখ করা হয়েছে যে, ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এর মাইক্রোসাইটের মাধ্যমে এফ১৪ ৫জি-এর কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর এখন যোগেশ ব্রারও তার টুইটে হ্যান্ডসেটটির কিছু প্রধান বৈশিষ্ট্য ফাঁস করেছেন। আসুন তাহলে এই গ্যালাক্সি ফোনটির প্রত্যাশিত স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
Samsung Galaxy F14 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
স্যামসাং ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে আসন্ন গ্যালাক্সি এফ১৪ ৫জি-তে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে প্যানেল থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। ডিসপ্লে প্যানেলে ওয়াটারড্রপ নচ এবং কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা থাকবে বলেও কনফার্ম করা হয়েছে। যোগেশ ব্রার এর সাথে যোগ করেছেন যে, এতে একটি এলসিডি ডিসপ্লে থাকবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।
এছাড়া কোম্পানি ইতিমধ্যেই প্রকাশ করেছে যে, আসন্ন F-সিরিজের স্মার্টফোনটি স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ১৩৩০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে এবং এর সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম (র্যাম প্লাস ফিচার সহ) যুক্ত থাকবে। স্যামসাং এও নিশ্চিত করেছে যে, Galaxy F14 5G-তে ১৩টি ৫জি ব্যান্ড থাকবে। আর টিপস্টার এখন জানিয়েছেন যে, এই ডিভাইসটি ৪ জিবি এবং ৬ জিবি মেমরি কনফিগারেশনেও আসবে এবং এতে ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ থাকবে।
এছাড়াও জানা গেছে যে, আসন্ন Galaxy F14 5G স্মার্টফোনটি ওয়ান ইউআই ৫.০ (OneUI 5.0) ইউজার ইন্টারফেসে রান করবে, যা অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে তৈরি। ব্র্যান্ডটি তাদের আসন্ন F-সিরিজের স্মার্টফোনের জন্য দুটি অ্যান্ড্রয়েড সংস্করণ আপগ্রেড করারও প্রতিশ্রুতি দিয়েছে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy F14 5G-তে ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। যোগেশ ব্রার প্রকাশ করেছেন যে, ডিভাইসটির প্রাইমারি রিয়ার ক্যামেরাটি একটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর হবে, যার সাথে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর যুক্ত থাকবে। সেলফির জন্য, আসন্ন এফ-সিরিজ স্মার্টফোনটিতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy F14 5G-তে শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যোগেশ ব্রারের মতে, স্যামসাং তাদের সম্প্রতি লঞ্চ করা বাজেট হ্যান্ডসেটের মতো, এই ফোনটির সঙ্গে চার্জার সরবরাহ করবে না। সুতরাং, ব্যবহারকারীদের চার্জারটি আলাদাভাবে কিনতে হবে।