মাত্র 7999 টাকায় মিলছে Samsung-এর নয়া ফিচারে ঠাসা 5G ফোন, একবার কিনলে 5 বছর নো টেনশন!

আপনি কি এখন 5G ফোন কেনার প্রস্তুতি নিচ্ছেন? এদিকে আপনার চাই কম দামে ভালো ফিচার? তাহলে এই প্রতিবেদনে একটি সুখবর রয়েছে। আসলে মাত্র কয়েকটা দিন…

আপনি কি এখন 5G ফোন কেনার প্রস্তুতি নিচ্ছেন? এদিকে আপনার চাই কম দামে ভালো ফিচার? তাহলে এই প্রতিবেদনে একটি সুখবর রয়েছে। আসলে মাত্র কয়েকটা দিন আগে Samsung তার নতুন বাজেট ফোন Samsung Galaxy F15 5G লঞ্চ করেছে। আর হালফিলে সেল শেষ হলেও Flipkart এই হ্যান্ডসেটটিতে নূন্যতম ৫,০০০ টাকা ছাড় দিচ্ছে। আপনি এটি ১০ হাজার টাকা বা তারও কমে কিনতে সক্ষম হবেন। বদলে Samsung Galaxy F15 5G ফোনটিতে পেয়ে যাবেন 50MP ক্যামেরা, উন্নত মানের বড় ডিসপ্লে থেকে 6000mAh ব্যাটারির মতো বড় ফিচার।

Samsung Galaxy F15 5G-এর দাম: কী অফার পাবেন?

ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি স্মার্টফোনটির ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১২,৯৯৯ টাকায় (MRP ১৫,৯৯৯ টাকা) লঞ্চ হয়েছে, যেখানে ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৪৯৯ টাকা (এর সর্বোচ্চ মূল্য ১৬,৯৯৯ টাকা)। তবে ফ্লিপকার্ট (Flipkart) ফোনটিতে প্রচুর ব্যাঙ্ক অফার দিচ্ছে, যার ফলে আপনি এটি সর্বনিম্ন ৭,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে কিনতে পারবেন। এক্ষেত্রে আপনি স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক সিগনেচার (Samsung Axis Bank Signature) ক্রেডিট কার্ডে ১০% পর্যন্ত ছাড় (২,৫০০ টাকা পর্যন্ত) পাবেন, একইভাবে স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক ইনফিনিট (Samsung Axis Bank Infinite) ক্রেডিট কার্ডেও থাকবে ১০% পর্যন্ত ছাড় (৫,০০০ টাকা পর্যন্ত)। পেমেন্টে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ডের ওপর ৫% ক্যাশব্যাক মিলবে৷ এছাড়া এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট নন ইএমআই, ক্রেডিট এবং ডেবিট কার্ড ইএমআই ট্রানজাকশনে ১,০০০ টাকা ছাড় পেয়ে যাবেন।

আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করে এই স্যামসাং হ্যান্ডসেটটি কিনলে আপ-টু ১২,১০০ টাকার বিনিময় মূল্য পাবেন (শর্তাবলি প্রযোজ্য)। উল্লেখ্য, ফোনটি অ্যাশ ব্ল্যাক, গ্রুভি ভায়োলেট এবং জ্যাজি গ্রিন – তিনটি রঙে কেনার জন্য উপলব্ধ।

Samsung Galaxy F15 5G-এর স্পেসিফিকেশন

লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ২৩৪০×১০৮০ পিক্সেল) সুপার অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর, যার সাথে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমরি ১ টিবি অবধি বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি – কোম্পানির দাবি, এটি এক চার্জে দুই দিনের ব্যাটারি লাইফ এবং ২৫ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে। আবার ফটোগ্রাফির জন্য ফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।

এছাড়া সফ্টওয়্যার ফ্রন্টে এর ইউজাররা অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৫ ওএস দেখতে পাবেন। স্যামসাং জানিয়েছে যে, এই ফোনে পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট এবং চার বছরের জন্য ওএস আপগ্রেড দেওয়া হবে। অন্যান্য ফিচারের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি-তে থাকবে ৫জি (5G) কানেক্টিভিটি, ওয়াই-ফাই (Wi-Fi), ব্লুটুথ ৫.৩, জিপিএস, ৩.৫ হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট – স্মার্টফোনটি ভয়েস ফোকাস ফিচারও বহন করবে।