ভারত-বাংলাদেশের জন্য বাজেট 5G ফোন আনছে Samsung, রইল ফিচার্সের খুঁটিনাটি

বেশ কিছুদিন ধরেই Samsung Galaxy M15 5G এবং Samsung Galaxy F15 5G স্মার্টফোনগুলিকে নিয়ে জল্পনা চলছে। বিভিন্ন সাম্প্রতিক...
Ananya Sarkar 14 Feb 2024 2:08 PM IST

বেশ কিছুদিন ধরেই Samsung Galaxy M15 5G এবং Samsung Galaxy F15 5G স্মার্টফোনগুলিকে নিয়ে জল্পনা চলছে। বিভিন্ন সাম্প্রতিক রিপোর্ট ধীরে ধীরে ফোন দু'টি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করতে শুরু করেছে। আর এখন মনে করা হচ্ছে যে Samsung Galaxy F15 5G খুব শীঘ্রই ভারতে পা রাখতে পারে, কেননা ফোনটি সাপোর্ট পেজ স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে৷ এছাড়াও, বাংলাদেশেও সংস্থার সাইটে ফোনটির আরও একটি সাপোর্ট পেজ প্রকাশিত হয়েছে।

লাইভ হল Samsung Galaxy F15 5G-এর সাপোর্ট পেজ

ভারত এবং বাংলাদেশের জন্য SM-E156B/DS মডেল নম্বর সহ একটি আসন্ন স্যামসাং ফোনের সাপোর্ট পেজ স্যামসাংয়ের আঞ্চলিক ওয়েবসাইটগুলিতে বর্তমানে লাইভ হয়েছে। অনলাইন রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে, এই মডেল নম্বর যুক্ত ডিভাইসটি স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি নামে বাজারে পা রাখবে। সম্প্রতি এই উল্লিখিত ডিভাইসটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনও লাভ করেছে।

জানিয়ে রাখি, সাপোর্ট পেজে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি-এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই। তবে রিপোর্ট অনুযায়ী, এটি স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি-এর ওপর ভিত্তি করে তৈরি হবে, যেটি গত ডিসেম্বরে ভারতের বাজারে ১৯,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এটি এফ-সিরিজের ফোন হওয়ায়, আগের জেনারেশনের মতোই এফ১৫ ৫জি-ও অনলাইন বাজারে ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে এক্সক্লুসিভলি বিক্রি হতে পারে। এই ডিভাইসটি কি কি অফার করতে পারে সেসম্পর্কে ধারণা পেতে, আসুন স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A15 5G-এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A15 5G-তে টিয়ারড্রপ নচ ডিজাইন সহ ৬.৫ ইঞ্চির সুপার-অ্যামোলেড (S-AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ এই ফোনটি MediaTek Dimensity 6100 Plus চিপসেট দ্বারা চালিত, যা ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজের সাথে যুক্ত।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A15 5G-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করছে। আর ফোনের সামনে সেলফির জন্য একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A15 5G-এ ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। আর নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬ (One UI 6) কাস্টম স্কিনে রান করে।

Show Full Article
Next Story